২০২৩-এর এশিয়ান গেমসে ভারতের ঝুলি পুর্ণ হল ১০০ পদকে, গর্বিত গোটা দেশবাসী

চলতি বছরের চিনের হাংঝা প্রদেশে আয়োজিত হওয়া এশিয়ান গেমসে দুর্দান্ত পার্ফরমেন্স করে ভারত। একের পর এক তাক লাগানো খেলা। সকাল হলেই দেখা যাচ্ছে ভারতের ঝুলতি ভর্তি হচ্ছে পদকে। এই প্রথমবার এশিয়াডে ভারত ১০০টি পদক জয়ের নজির গড়ল ভারতীয় অ্যাথলিটরা। সকাল সকাল ১০০ পদক জয়ের স্বপ্নপূরণ হল গোটা ভারতের। এই সাফল্যে গর্বিত গোটা দেশবাসী।

দেশের অ্যাথলিটদের এই সাফল্যকে শনিবার একটি টুইটে শুভেচ্ছা জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি জানিয়েছেন, 'এশিয়ান গেমসে এটা ভারতের ‘স্মরণীয় অর্জন’! আমরা যে ১০০ পদক জয় করতে পেরেছি, সেটা দেখে গোটা দেশ শিহরিত। দেশের পদকজয়ী অ্যাথলিটদের জন্য আমার শুভকামনা রইল। ভারতের হয়ে তাঁরা এই ইতিহাস সৃষ্টি করেছেন।'

asian_games_100_medal-sixteen_nine_11zon

জানা গিয়েছে, প্রধানমন্ত্রী আগামী ১০ অক্টোবর এশিয়ান গেমস প্রতিযোগীদের সঙ্গে তিনি দেখা করবেন এবং অ্যাথলিটদের তিনি ব্যক্তিগতভাবে শুভেচ্ছা জানাবেন।

ভারত ১০০ পদক জিতবে এটা শুক্রবারই নিশ্চিৎ হয়ে গিয়েছিল। শুধু অপক্ষা ছিল মেডেল ট্যালিতে সরকারিভাবে স্থান পাওয়ার।

শনিবার সকালে ভারতীয় মহিলা কবাডি দল সোনা জিততেই তৈরি হয়ে যায় এই নয়া ইতিহাস গড়া।

আমাদের দেশ এর আগে কোনও দিন এশিয়ান গেমসে একশো পদকের কাছে যেতে পারেনি । গতবার, ২০১৮ সালে এশিয়ান গেমস ছিল ভারতের সেরা পারফরম্যান্স। সেইবার ৭০টি  পদক জিতেছিল ভারতীয় অ্যাথলিটরা এবং সোনা ছিল ১৬টি।

এখনও পর্যন্ত ১০০টি পদক জয় হয়ে গিয়েছে ভারতের। অন্যদিকে, সোনা জয়েতেও  রেকর্ড গড়েছে ভারত।

চলতি বছরের এশিয়াডেতে ভারতের ১০০ পদক জয়ের মধ্যে রয়েছে মোট ২৫টি সোনা, ৩৫ রুপো ও ৪০টি ব্রোঞ্জ। জানা গিয়েছে এই সংখ্যা আরও বাড়বে আজ।

এই সাফল্যে শুভেচ্ছার জোয়ারে ভাসিয়ে দিয়েছেন ভারতীয় ক্রীড়াবিদরা।

এটা শেয়ার করতে পারো

...

Loading...