উজবেকিস্তানের পর এবার সিঙ্গাপুর, দুই ম্যাচ মিলিয়ে ৩২টি গোলের পাহাড় তৈরি করল ভারতীয় হকি দল

এশিয়ান গেমস ২০২৩-এ ভারতীয় পুরুষ হকি দলের দাপট একেবারে দেখার মতন। দুটি ম্যাচে তাদের এক অত্যাশ্চর্যকর বিজয়। দু’দিন আগেই উজবেকিস্তানকে ১৬ গোলে হারিয়ে দিয়েছিল হরমনপ্রীত সিংয়ের দল। এবার ফের গোলের পাহাড় তৈরি করল মেন ইন ব্লু।

মঙ্গলবার সিঙ্গাপুরের বিরুদ্ধে ১৬-১ গোলে জয়লাভ করলেন ভারত দল। হাংঝুর গোংসু ক্যানাল স্পোর্টস পার্ক স্টেডিয়ামে এই ম্যাচটি আয়োজন করা হয়েছিল।

টুর্নামেন্টের প্রথম ম্যাচে উজেবকিস্তানের বিরুদ্ধে ১৬ গোল দিয়েছিল ভারত। সেখানে জোড়া হ্যাটট্রিক হয়েছিল ভারতের। পরের ম্যাচেই দুর্বল প্রতিপক্ষ সিঙ্গাপুরের বিরুদ্ধেও জোড়া হ্যাটট্রিক দেখা গেল।  

দুই ম্যাচে শুধু একটাই তফাৎ যে ভারত প্রথম ম্যাচে উজবেকিস্তানকে ১৬-০ গোলে হারিয়েছিল, আর দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরকে হারাল ১৬-১ গোলে। এই ২ ম্যাচ জিতে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ টেবিলের একেবারে শীর্ষস্থানটিকে ধরে রাখল ভারতীয় হকি দল।

মঙ্গলবার ম্যাচ শুরুর আগেই অধিনায়ক হরমনপ্রীতের থাকে জানা গিয়েছিল যে তাঁরা আক্রমন করেই হকি খেলতে চান। আর ঠিক তাই হল, মাঠে নেমে অধিনায়কের কথাই সত্যি করলেন অভিষেক, মনদীপ সিংরা। এই দুই ম্যাচ মিলিয়ে মোট ৩২ গোল দিয়ে দুরন্ত ছন্দে ছুটছে ‘মেন ইন ব্লু’ দল। এদিন খেলার প্রথম থেকেই তাদের বিরুদ্ধে চাপ সৃষ্টি করছিল ভারত দল। তবে প্রথম দশ মিনিট দারুন প্রতিরক্ষা হিসেবে খেলেন সিঙ্গাপুর। ১১ মিনিটে ভারত প্রথম গোল করে। তার পর থেকেই শুরু হয়ে ভারতীয় ফরোয়ার্ডদের সেই দুর্দান্ত দাপট। এরপর আর থামেনি ভারত। নিয়মিত কয়েক মিনিটের ব্যবধানে একের পর এক গোল আসতে থাকে।

ম্যাচের দ্বিতীয় কোয়ার্টারেই ৬ গোলে এগিয়ে যায় ভারত। পরের দুই কোয়ার্টারে মোট দশ গোল দেন ভারতীয় দলের খেলোয়াড়রা। ম্যাচের ৫৩ মিনিটে একটি গোল শোধ করে সিঙ্গাপুর। তবে, সেই গোলটিকে সিঙ্গাপুরের জন্যে সান্ত্বনা পুরষ্কার ছাড়া আর কিছুই নয়। শেষ পর্যন্ত ১৬-১ গোলে জয় পায় ভারত।

সিঙ্গাপুরের বিরুদ্ধে ভারতের হ্যাটট্রিক করেন অধিনায়ক হরমনপ্রীত সিং ও মনদীপ সিং। হ্যাটট্রিক সহ একাই ৪টি গোল করেন হরমনপ্রীত সিং।

এছাড়া গোল করেন টিমের বাকি সদস্যরা, যেমন ললিত কুমার উপাধ্যায়, গুরজন্ত সিং, ভিভেক সাগর প্রসাদ, মনপ্রীত সিং, সামশের সিং, অভিষেক এবং বরুণ কুমার। অন্যদিকে, সিঙ্গাপুরের হয়ে একটি মাত্র গোল করেন মুহাম্মদ।

পরের ম্যাচটি হবে বৃহস্পতিবার। ভারতের সাথে গত বারের এশিয়াড চ্যাম্পিয়ন জাপানের। কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে নামার আগে টিম সদস্যদের মনোবল একেবারে তুঙ্গে।

জাপানের পর, গ্রুপ অনুযায়ী ভারতের সাথে মুখোমুখি হবেন পাকিস্তান ও বাংলাদেশ। জানা গিয়েছে, ভারত যদি এই এশিয়াডে সোনা জেতে তবে সরাসরি প্যারিস অলিম্পিকে নামার ছাড়পত্র পেয়ে যাবে তারা।

এটা শেয়ার করতে পারো

...

Loading...