১৯ তম এশিয়ান গেমেসে প্রথম সোনা জিতে বিশ্বরেকর্ড করল ভারত

চলতি ১৯তম এশিয়ান গেমসে ভারতকে প্রথম সোনা এনে দিল।শ্যুটিংয়ে পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে সোনা জিতল ভারতের রুদ্রাংশ বালাসাহেব পাটিল, দিব্যাংশ সিং পানওয়ার ও ঐশ্বরী প্রতাব সিং।

শুধু পদক পেয়েই থেমে যায়নি তাঁরা, দলগত বিভাগে ‘বিশ্বরেকর্ড’ করে সোনা জিতেছেন। তাঁরা মোট ১৮৯৩.৭ পয়েন্ট স্কোর করেন। এই স্কোরই হল ‘বিশ্বরেকর্ড’। এর আগে চলতি বছর ওয়ার্ল্ড চ্য়াম্পিয়নশিপে রেকর্ড করেছিল চিন। সেখানে তাঁরা ১৮৯৩.৩ পয়েন্ট স্কোর করেছিল। সেটাই ভেঙে দিল ভারতের এই দলটি।

83c2c74f6cfb_11zon

এই শ্যুটিং বিভাগে ভারতের পর, ১৮৯০.১ পয়েন্ট স্কোর করে কোরিয়া রুপো পেয়েছে। অন্যদিকে ১৮৮৮.২ পয়েন্ট স্কোর করে ব্রোঞ্জ পেয়েছে চিন।  

এইদিন, সোমবার রোয়িংয়ে দু’টি ব্রোঞ্জ পদকও পেয়েছে ভারত। ‘মেন্স ফোর’ বিভাগে যশবিন্দর, ভীম, পুনিত এবং আশিস ৬:১০:৮১ সময় করে ব্রোঞ্জ পেয়েছেন। এই বিভাগে সোনা পেয়েছে উজবেকিস্তান। তাদের সময় হয়েছিল ৬:০৪:৯৬। রুপো পেয়েছে চিন। তাদের সময় ৬:১০:০৪।

অন্যদিকে ‘কোয়াড্রপল স্কালস’ বিভাগে সতনম সিংহ, পারমিন্দর সিংহ, জাকার খান এবং সুখমিত সিংহভারতকে ব্রোঞ্জ এনে দিয়েছেন।

শ্যুটিং বিভাগে ভারত আরও দু’টি পদক জিতেছে । ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে পুরুষদের ব্যক্তিগত বিভাগে ব্রোঞ্জ জিতে নিয়েছেন ঐশ্বর্য তোমর। তিনি ২২৮.৮ পয়েন্ট পেয়ে তৃতীয় স্থানে শেষ করেছেন।

শুধু এই নয়, ২৫ মিটার র‌্যাপিড ফায়ার পিস্তল বিভাগেও ব্রোঞ্জ জিতেছে ভারত। পুরুষদের দলগত বিভাগে ১৭১৮ পয়েন্ট পেয়ে পদক জিতে নিয়েছেন বিজয়বীর সিধু, অনিশ ও আদর্শ সিংহ। অন্যদিকে, ২৫ মিটার র‌্যাপিড ফায়ারের ব্যক্তিগত বিভাগে ফাইনালে উঠেছেন বিজয়বীর। তাই আরও একটি পদক জেতার সুযোগ রয়েছে তাঁর।

এই নিয়ে মোট ১০টি পদক হল ভারতের ঘরে। একটি সোনা, তিনটি রুপো ও ছ’টি ব্রোঞ্জ পেয়েছে ভারত।

জানা গিয়েছে যে এখন পদক তালিকায় ভারত রয়েছে ছ’নম্বরে। শীর্ষে রয়েছে চিন। তাদের ঘরে রয়েছে ২৭টি সোনা, ১১টি রুপো ও পাঁচটি ব্রোঞ্জ। তারপেই রয়েছে দক্ষিণ কোরিয়া, জাপান, উজবেকিস্তান ও হংকং।

এটা শেয়ার করতে পারো

...

Loading...