চলতি এশিয়ান গেমসের পঞ্চম দিনেও সুখবর, ভারতের ঝুলিতে ফের এল সোনা-রুপো পদক

চলতি এশিয়ান গেমসের মঞ্চে একের পর এক পদক আসছে ভারতের ঝুলিতে। ভারতীয় শ্যুটারদের মধ্যে দেখা যাচ্ছে এক অন্যরকম মেজাজ ৷ এবার, পঞ্চম দিনটা শুরু হল এক সুখবর। ফের ভারতের ঝুলিতে যোগ হল সোনা৷

ভারতীয় পুরুষ শ্যুটারদের দলগত ১০মি এয়ার পিস্তল ইভেন্টে সোনা পেল৷ ১০ মিটার এয়ার পিস্তলে অর্জুন চিমা, সরবজিৎ সিং এবং শিবা নরওয়াল দলগত ভাবে দারুন খেলে সোনার পদকটি ছিনিয়ে নিয়েছেন। এই নিয়ে ষষ্ঠ সোনা এল ভারতে ৷

1695873343_asian-games-air-pistol

এই ইভেন্টের ফাইনালে মোট ৬টি রাউন্ড থাকে। প্রতি রাউন্ডে তিনজন শ্যুটার একটি করে শ্যুট করতে পারেন। সেখানেই ভারতের শিবা স্কোর করেন ৫৭৬ । অর্জুন স্কোর করেন ৫৭৮। সরবজিৎ স্কোর করেন ৫৮০।

ভারতের সম্মিলিত স্কোর হল ১৭৩৪। দ্বিতীয় স্থানে চিন শেষ করে ১৭৩৩ পয়েন্টে এবং ১৭৩০ পয়েন্ট নিয়ে ব্রোঞ্জ জেতে ভিয়েতনাম। অর্জুন ও সরবজিৎ ব্যক্তিগত বিভাগেরও ফাইনালে পৌঁছেছেন৷

অন্যদিকে, আশা জাগিয়েও উশুতে রুপো নিয়েই ফিরতে হল ভারতকে৷ ভারতের রশবিনা দেবী নাওরেম ফাইনালে চিনের প্রতিপক্ষ উও জিওয়েইরে কাছে হেরে দ্বিতীয় স্থান অর্জন করলেন। ৬০ কেজি বিভাগে থেকে রুপো অর্জন করলেন তিনি।

download_11zon

এদিকে, পিভি সিন্ধু মঙ্গোলিয়ার প্রতিপক্ষ, মায়াগামস্তেরেন গানবাটারকে হারিয়ে এশিয়ান গেমসে অভিযান শুরু করলেন৷ ব্যাডমিন্টন খেলার ফল হল ২১-২, ২১-৩৷ এটাই ছিল তাঁর প্রথম মহিলাদের ব্যাডমিন্টনে গেম৷ অন্যদিকে, অস্মিতা চালিহাও সহজভাবে খেরলেন ডারখানবাটারকে হারিয়ে অভিযান শুরু করেন৷ সেই খেলার ফল হল ২১-২, ২১-৩ ৷ টাই হয়। সেখানে ২-০ তে এগিয়ে গেল ভারত দল৷

এটা শেয়ার করতে পারো

...

Loading...