পদকের পাহাড় ভারতের ঝুলিতে, ফের এশিয়ান গেমসে সোনা-রুপো পেল ভারতীয় শুটাররা

এশিয়ান গেমসে শুটিংয়ে দুর্দান্ত পারফরম্যান্স করছে ভারতীয় শুটাররা। একের পর এক পদক আসছে ভারতের ঝুলিতে। সকাল হলেই আসছে খেলার সুখবর। শুক্রবার সকালেও এল এক বিরাট সুখবর। ফের শুটিং থেকেই জোড়া সোনা জয় করল ভারত।

৫০ মিটার রাইফেল থ্রি পজিশনে সোনা জেতেন ভারতের ঐশ্বরিয়া প্রতাপ সিং তোমর, স্বপ্নিল সুরেশ কুসলে এবং অখিল শিওরানরা। নিখুঁত লক্ষ্যভেদ করে অনবদ্য পারফরম্যান্স করল তিন জনেই। দলগত ভাবে মোট ১৭৬৯ পয়েন্ট স্কোর করেন। শুধু সোনা নয়, বিশ্বরেকর্ড করে সোনা জিতল ভারতীয় শুটাররা।

এই ইভেন্টে দ্বিতীয় স্থান অর্জন করে রুপো জিতে নেন চিন। তাদের দলগত স্কোর হল ১৭৬৩ পয়েন্ট। তৃতীয় স্থানে থেকে ব্রোঞ্জ পেয়েছে দক্ষিণ কোরিয়া। তারা পেয়েছে মোট ১৭৪৮ পয়েন্ট।

GOLD_11zon

অন্যদিকে, ১০ মিটার এয়ার পিস্তলে ব্যক্তিগত বিভাগ থেকেও এল সোনা। তবে, এখানে ছেলেরা নয়, মেয়েরাও সমান তালে এগিয়ে চলেছে। এক নতুন ইতিহাস তৈরি করলেন ভারতের পলক গুলিয়া। তবে শুধু সোনা জয় নয়, একই ইভেন্টে রুপোও জিতল আমাদের ইশা সিং।

১০ মিটার এয়ার পিস্তলে দলগত বিভাগে রুপো জয়লাভ করে ভারত। দলে ছিলেন ইশা সিং, পলক গুলিয়া ও দিব্যা দিএস।

এই টিম ইভেন্ট থেকে পলক ও ইশা সুযোগ পেয়েছিলেন ব্যক্তিগত ইভেন্টের ফাইনালে। সেখানেই যোগ্যতা অর্জন করেছিলেন পলক গুলিয়া ও ইশা সিং। তিন জন মিলে ১৭৩৬ পয়েন্ট স্কোর করেছিল। এই ইভেন্টে সোনা জিতেছে চিন। তাদের দলগত স্কোর হল ১৭৩৬ এবং ব্রোঞ্জ জিতেছে চাইনিজ তাইপেই। তারা স্কোর ১৭২৩ পয়েন্ট।

এই ইভেন্টে প্রথম ও দ্বিতীয় হয়েছেন ভারতীয় শুটাররা ও তৃতীয় হয়েছেন পাকিস্তানের তালাত কিসমালা। এখান থেকে একটা ব্যার স্পষ্ট যে এই ইভেন্টে পাকিস্তানকে হারিয়েই সোনা ও রুপো দুই নিজেদের নামে করেছে ভারত।

দেখা গিয়েছিল বেক্তিগত বিভাগে দুই ভারতীয় শুটার, পলক ও ইশার মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই। ফাইনাল খেলায় ২৪২.১ পয়েন্ট স্কোর করে সোনা ঝুলিতে ভরে নেন পলক। ২৪০.৩-র রেকর্ড ভেঙে গেমসের ইতিহাসে নতুন করে নিজের নাম লিখে ফেলল। ফলে সোনা জয়ের পাশাপাশি বিশ্বরেকর্ড করে ফেলেছেন পলক। অন্যদিকে, ২৩৯.৭ স্কোর করে রুপো জেতেন ইশা। ২১৮.২ স্কোর করে তৃতীয় স্থানে থেকে করে ব্রোঞ্জ জেতে পাকিস্তানি শুটার, কিসমালা।

এটা শেয়ার করতে পারো

...

Loading...