কালীপুজোর আড্ডায় সঙ্গীত শিল্পী চন্দ্রাবলী রূদ্র দত্ত ও সুকন্যা রায়

বাংলার খ্যাতি রয়েছে মাতৃ আরাধনার জন্য। তাই বাঙালির উৎসব মরসুম শুরু হয় মা দুর্গা পুজো দিয়ে। আর দুর্গা পুজোর পরেই প্রতি বছর আলোকসজ্জা ও আতসবাজির রোশনাইয়ে ভরে যায় সারা বাংলা। কারণ এই সময়ে অর্থাৎ কার্তিক মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথিতে মায়ের পুজো হয়। তবে হিন্দু ধর্মে মা কালীর বিভিন্ন রূপ রয়েছে। সেই সকল রূপের পুজো করার হয় এই বিশেষ দিনে। সারা রাত জেগে কালী পুজোর আয়োজন করে শহরের বিভিন্ন পুজো কমিটি। দুর্গা পুজোর মতো কালীর শহর রূপে পরিচিত কলকাতার বিখ্যাত পুজো কমিটিগুলো থিম পুজো আয়োজন করেন।  যা দেখার জন্য মন্ডপে মন্ডপে ভিড় জমান বহু মানুষ। এছাড়াও বন্ধুদের সঙ্গে আড্ডা, খাওয়া-দাওয়ার পাশাপাশি বাজি-ফাটানোর চল রয়েছে এই সময়ে‌। বহু বছর ধরে চলে আসার কালীপুজোর নিয়ম ও রীতিনীতি আজও ধরে রেখেছে বাঙালি। সেই কথাই উঠে এসেছে জিয়ো বাংলার কালীপুজোর আড্ডা অনুষ্ঠানে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী চন্দ্রাবলী রূদ্র দত্ত ও সুকন্যা রায়।

এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে তারা কালীপুজো উদযাপন ও মা কালীপুজোর ধর্মীয় রীতিনীতি সম্পকে বিভিন্ন তথ্য তুলে ধরেন দর্শকদের সামনে।

এটা শেয়ার করতে পারো

...

Loading...