'পাকা দেখা'র আড্ডায় অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায়

সোহমের বিপরীতে দেখা যাবে অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায়কে। ছবির নাম 'পাকা দেখা'। পরিচালক প্রেমেন্দু বিকাশ চাকির পরিচালনা তৈরি এই ছবিতে সুস্মিতার চরিত্রের নাম তিয়াসা । এই ছবির শ্যুটিংয়ের বিভিন্ন মজার ঘটনা ও অভিনেতা সোহম চক্রবর্তীর সঙ্গে অভিনয় করার অভিজ্ঞতা জিয়ো বাংলার পর্দায় শেয়ার করলেন সুস্মিতা চট্টোপাধ্যায়।

প্র: 'পাকা দেখা'য় তিয়াসার চরিত্রটা কেমন?


সুস্মিতা চট্টোপাধ্যায়: 'পাকা দেখা' ছবির তিয়াসা চরিত্রটা আমার থেকে সম্পূর্ণ আলাদা। আজকালকার মেয়েরা যেমন হয় তিয়াসা সেরকমই কিন্তু ওর লাইফস্টাইলটা একটু বেশি হাই-ফাই।

প্র: আমরা ছবির ট্রেলারে দেখেছি তিয়াসা পার্টি করতে খুব ভালবাসে। কিন্তু তুমি বলছ সুস্মিতা পার্টি করতে পছন্দ করে না। তাহলে সুস্মিতা কী কী করতে পছন্দ করে?


সুস্মিতা চট্টোপাধ্যায়: সকলের মতো আমিও মজা করতে ভালোবাসি। কিন্তু তিয়াসার মতো পার্টি করা হয় না।

প্র: ছবির শ্যুটিংয়ের সময় কী কী মজার ঘটনা ঘটেছে? আমাদের শেয়ার করো।


সুস্মিতা চট্টোপাধ্যায়: আমরা মিরিকে শ্যুটিং করতে গিয়েছিলাম। সেখানে মারাত্মক ঠান্ডার মধ্যে কাঁপতে কাঁপতে আমাদের শ্যুটিং করতে হয়েছিল। এছাড়াও ছবিতে কমিক দৃশ্যগুলোতে অভিনয় করতে গিয়ে আমি অনেক মজা করেছি। অভিনয়ে করার সময়েও আমি বারবার হেসেও ফেলেছি।

প্র: 'পাকা দেখা' মানে সুস্মিতা আর সোহমের 'পাকা দেখা'। এই ছবি নিয়ে কী বলবে তুমি?


সুস্মিতা চট্টোপাধ্যায়: 'পাকা দেখা' আমাদের নতুন ছবি। আমারা সবাই জানি বিয়ের আগে দুই পরিবারের মধ্যে পাকা দেখা হয়। এই ছবির প্রধান দুটো ক্যারেক্টার হল জয় আর তিয়াসা যারা দুইজনেই একে অপরের থেকে আলাদা। তাদের মধ্যে কীভাবে প্রেম হয়ে তারপর বিয়ে হয়ে সেটাই দেখানো হয়েছে এই ছবিতে। তার সঙ্গে রয়েছে এন্টারটেইনমেন্ট।

এবার র‌্যাপিড ফায়ার রাউন্ডে অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায়।

প্র: সুস্মিতা আর তিয়াসার মধ্যে কী মিল খুঁজে পাওয়া যাবে?


সুস্মিতা চট্টোপাধ্যায়: তিয়াসা একটা স্বাধীন মেয়ে যে নিজের মা-বাবাকেও খুব ভালোবাসে আমার মতো।

প্র: এছাড়াও অন্য যে চরিত্রগুলোতে আমরা তোমাকে দেখেছি সেই চরিত্রগুলোর মধ্যে তোমার সঙ্গে মিল রয়েছে কার?
সুস্মিতা চট্টোপাধ্যায়: আমি যতগুলো চরিত্র করেছি প্রায় সবগুলোর সঙ্গেই আমার কিছু না কিছু মিল ছিল।

প্র: তোমার প্রিয় খাবার কী?
সুস্মিতা চট্টোপাধ্যায়: মাটন বিরিয়ানি।


প্র: ছোটবেলার একটা দুষ্টুমির ঘটনা শেয়ার করো আমাদের সঙ্গে।


সুস্মিতা চট্টোপাধ্যায়: একবার সরস্বতী পুজোর সময় আমি স্কুলে পুজো দিয়ে বাবা-মাকে না বলে শপিং মলে ঘুরতে চলে গিয়েছিলাম। তাই বাড়ি আসার পর খুব বকা খেতে হয়েছিল।

প্র: 'পাকা দেখা'র সেটে সবচেয়ে বেশি মজা কে করেছে?


সুস্মিতা চট্টোপাধ্যায়: সোহমদা।

এটা শেয়ার করতে পারো

...

Loading...