'অন্য ভ্যালেন্টাইন'র আড্ডায় অনন্যা ভঞ্জ চৌধুরী ও জন ভট্টাচার্য

টেলিভিশনের পর এবার বাংলা ছবিতে মুখ্য ভূমিকায় দেখা গেল অভিনেতা জন ভট্টাচার্যকে। পরিচালক অনন্যা ভঞ্জ চৌধুরীর নতুন ছবি 'অন্য ভ্যালেন্টাইন'-এ দেখা গিয়েছে তাঁকে। সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্ম 'ক্লিক'-এ এই শর্ট ফিল্মটির স্ট্রিমিং শুরু হয়েছে। সেই ছবি নিয়ে আড্ডা দিতেই জিয়ো বাংলার পর্দায় ধরা দিয়েছিলেন ছবির পরিচালক অনন্যা ও অভিনেতা জন।

প্র: 'অন্য ভ্যালেন্টাইন'-এর কনসেপ্টটা কী? সে বিষয়ে বলুন?

অনন্যা ভঞ্জ চৌধুরী: খুব বেশি বলব না। এই সময় সবাই বিভিন্ন কারণে খুব চিন্তায় রয়েছেন। তাই এই সময় চিন্তামুক্ত হয়ে দেখার মতো একটা ভাল ছবি হল 'অন্য ভ্যালেন্টাইন'। এই ছবি দেখলে মন ভালো হয় যাবে।

প্র: এখন সিনেমা ও ওয়েব সিরিজ যেমন খুব ট্রেন্ডিংয়ে রয়েছে। তেমনই শর্টস এখন খুব ট্রেন্ডিংয়ে রয়েছে। মানুষের সময় এখন খুব কম। তাই জন্যেই কী শর্টস ফরম্যাটটা বেছে নেয়?

অনন্যা ভঞ্জ চৌধুরী: একদম ঠিক ধরেছ। খুব তাড়াতাড়ি মানুষের হৃদয়ের কাছে পৌঁছে যেতে চাই বলেই এই ফরম্যাটে ছবিটি বানিয়েছি।

জন ভট্টাচার্য: হৃদয়ের কাছে পৌঁছানোর শর্ট কার্ট।

প্র: অনেক দিন পর জনকে লাভার বয় হিসেবে দেখা যাবে। আপনি কী বলবেন ছবিতে আপনার চরিত্র নিয়ে?

জন ভট্টাচার্য: আমার চরিত্রটা খুবই একটি সাধারণ। ছবির গল্পে একটা মিষ্টি প্রেম দেখানো হয়েছে। আমরা কলেজ লাইফে কারুর না কারুর প্রেমে পড়েছি। সেই রকমই একটি প্রেমের গল্প হল 'অন্য ভ্যালেন্টাইন'। সঙ্গে রয়েছে এন্টারটেইনমেন্ট ও একটা ভালো গান।

প্র: জন আর ঐন্দ্রিলা টলিউডের নতুন জুটি। ওঁদের কেন কাস্ট করলেন আপনি?

অনন্যা ভঞ্জ চৌধুরী: আমি যখন গল্পটা লিখেছিলাম তখন জনের সঙ্গে অন্য আর একটা কাজ নিয়েও কথা হচ্ছিল। কিন্তু তখন আমার মনে হয়েছিল জনকেই আরিয়ানের চরিত্রে ভালো মানবে। আর একটা ইন্টারভিউ দেখে আমি ঐন্দ্রিলাকে কাস্ট করেছিলাম। আমি ওরকম একটা স্মার্ট মেয়ে খুঁজছিলাম। যে একটু অহংকারী। ছবিতে তৃণার চরিত্রটা একটু অহংকারী। কিন্তু তৃণার অহংকারকে কোথাও গিয়ে ধাক্কা দেবে আরিয়ান। ওদের মধ্যে এই টক্করটাই খুব মজার।

প্র: আপনাদের এই সিরিজ নিয়ে দর্শকরা কী বলছেন?

জন ভট্টাচার্য: 'ক্লিক'-এর সঙ্গে আমার কাজ করবার ইচ্ছা অনেক দিন ধরেই ছিল। তাই যারা আমাকে ভালোবাসে তারা আমাকে মেসেজ করে জানিয়েছেন, এই ধরনের পজিটিভ চরিত্রেই আমাকে দেখতে চান তারা। তাই যারা এখনও 'অন্য ভ্যালেন্টাইন' দেখেননি তারা দেখেননি নিশ্চই ভাল লাগবে।

প্র: পর্দায় আপনার আর ঐন্দ্রিলার জুটিটা জমে গিয়েছে। কিন্তু অফ স্কিনে আপনাদের বন্ধুত্বটা কেমন?

জন ভট্টাচার্য: বন্ধুত্বটা অবশ্যই দরকার। দু’জন অভিনেতা একসঙ্গে কাজ করার আগে অবশ্যই তাদের দু’জনকে কাজ করতে হলে বন্ধুটা দরকার হয়। আর সেটা হলেই কমফোর্টজনটা থাকে।

প্র: আপনি যখন এই চরিত্রের অফারটা পেলেন তখন কেন মনে হল এটা করা উচিত?

জন ভট্টাচার্য: আসলে কোভিড পরিস্থিতির পরে সকলের চিন্তা বেড়ে গিয়েছে ‌। তাই আমি চেয়েছি এমন একটা কাজ করতে যা দেখে মানুষ স্ট্রেস-ফ্রি হতে পারে।

প্র: নিজের জীবনের ভ্যালেন্টাইনকে কী খুঁজে পেয়েছেন আপনি?

জন ভট্টাচার্য: হ্যাঁ পেয়েছি। সেটা হল আমার কাজ। টেলিভিশন ইন্ডাস্ট্রিটে যারা কাজ করে তাদের কাছে অন্য কিছু করবার সময় থাকে না।

 

 

 

 

 

 

 

 

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...