স্নায়ুরোগজনিত ব্যথা ও আঘাতজনিত ব্যথার চিকিৎসায় ভরসা 'দরদিয়া দ্য পেন ক্লিনিক'

যুগের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে গিয়েছে আধুনিক চিকিৎসা বিজ্ঞান। পিছিয়ে নেই আমাদের দেশও। আজ কলকাতা শহরের বেশ কিছু চিকিৎসা কেন্দ্রে আধুনিক প্রযুক্তির ব্যবহার করে বিভিন্ন ধরনের শারীরিক ও মানসিক রোগের চিকিৎসা করা হচ্ছে। এমনি একটি চিকিৎসা কেন্দ্র হল 'দরদিয়া দ্য পেন ক্লিনিক'। আধুনিক প্রযুক্তির ব্যবহার করে স্নায়ুরোগজনিত ব্যথা ও আঘাতজনিত সব ধরনের ব্যথার চিকিৎসার ব্যবস্থা রয়েছে এখানে। যে আঘাত ব্যথার চিকিৎসার জন্য যেমন ওষুধ, অস্ত্রোপচার বা থেরাপির ব্যবস্থা আছে এখানে ঠিক তেমনি মানসিক সমস্যা দেখা দিলে অনেক সময় রোগীদের মনে হয় তাদের ব্যথা হচ্ছে। এই ধরনের মানসিক সমস্যার চিকিৎসাও করা হয় এখানে। 'দরদিয়া দ্য পেন ক্লিনিক'-এর চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে জিয়ো বাংলার প্রতিনিধিকে জানিয়েছেন সেখানকার চিকিৎসক ও কনসালটেন্ট ডাঃ শুভ্রা দাস মিস্ত্রী।

তিনি বলেছেন, 'দরদিয়া'তে আধুনিক চিকিৎসা ব্যবস্থার সাহায্যে সব ধরনের ব্যথার চিকিৎসা করা হয়। এর জন্য বিশেষ টিম রয়েছে। অনেক ক্ষেত্রে অস্ত্রপচার না করেও এই ধরনের সমস্যার চিকিৎসা করা সম্ভব হয়। এখানে সেই ব্যবস্থাও রয়েছে।

এটা শেয়ার করতে পারো

...

Loading...