ইঞ্জিনিয়ারিং ছাত্র-ছাত্রীদের কেরিয়ার গড়ার স্বপ্ন পূরণ করছে 'ড্রিম ইনস্টিটিউট অফ টেকনোলজি'

কেরিয়ার চয়েসে অনেকেরই প্রথম পছন্দ ইঞ্জিনিয়ারিং।  আমাদের দেশের ইঞ্জিনিয়ারদের কাজের দক্ষতার জন্য বহু বিদেশী সংস্থাও তাদের বিদেশে ডেকে পাঠায়। তবে তাদের এই উন্নতির পিছনে সব বড় গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে দেশের ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটগুলোর। রাজ্যের রয়েছে এমন বহু ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট। যাদের মধ্যে অন্যতম হল 'ড্রিম ইনস্টিটিউট অফ টেকনোলজি'। যেখানে কম্পিউটার সায়েন্স, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন, সিভিল ও মেকানিক্যাল-এর উপর এম টেক ডিগ্ৰির কোর্স করানো হয়। সম্প্রতি জিয়ো বাংলার প্রতিনিধি এই ইনস্টিটিউটের কোর্সগুলো নিয়ে কথা বলেছে 'ড্রিম ইনস্টিটিউট অফ টেকনোলজি'-এর অধ্যক্ষ ডাঃ দীপঙ্কর সরকারের সঙ্গে।

তিনি বলেছেন, "এখানে আধুনিক প্রযুক্তির ব্যবহারে কম্পিউটার সায়েন্স, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন, সিভিল ও মেকানিক্যালের কোর্স করানো হয়। এছাড়াও বহু পরিচিত আইটি সংস্থার সঙ্গে আমাদের চুক্তি রয়েছে। যার ফলে সেখানকার বিভিন্ন ধরনের সফটওয়্যার নিয়ে কাজ করার সুযোগ পান তারা।"

এটা শেয়ার করতে পারো

...

Loading...