ছাত্র-ছাত্রীদের কেরিয়ার গড়ার যাত্রা পথপ্রদর্শক 'গান্ধী ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি'

প্রায় সব পড়ুয়ারই মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের পর শুরু হয়ে যায় কেরিয়ার গড়ার যাত্রা। জীবনের এই গুরুত্বপূর্ণ সময়ে সঠিক পথ বেছে নেওয়াটা সকলের কাছেই একটা বড় পরীক্ষা। আজকের সময়ে ছাত্র-ছাত্রীরা কেরিয়ার গড়ার সঠিক পথ হিসেবে বেছে নিতে পারেন ম্যানেজমেন্ট ইন্ডাস্ট্রিকে। আর এই পথ ধরে এগিয়ে যেতে তাদের সহযোগীতা করতে পারে 'গান্ধী ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি'। শহর কলকাতায় অবস্থিত এই শিক্ষা প্রতিষ্ঠানে সব ধরনের ম্যানেজমেন্টের কোর্সের পাশাপাশি টেকনোলজি সংক্রান্ত বিভিন্ন কোর্স করানো হয়। সম্প্রতি জিয়ো বাংলার প্রতিনিধি এই ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা ও ডিরেক্টর সর্বাণী দাসের সঙ্গে কথা বলেছেন। যেখানে তিনি ইনস্টিটিউটের কোর্স ও ছাত্র-ছাত্রীদের কী ধরনের সুযোগ সুবিধা দেওয়া হয়, সেই সম্পর্কে জানিয়েছেন।

তিনি বলেছেন, "আজকের বাজারে চাকরির অভাব নেই। অভাব আছে স্কিলড লেবারের। তাই বি.এ পাস বা বি.কম পাস নিয়ে না পড়ে হাতের কাজ অর্থাৎ কোনও করানো উচিত। গান্ধী ইনস্টিটিউটে এই ধরণের ম্যানেজমেন্ট জাতীয় কোর্স করানো হয়। বিভিন্ন সংস্থার সঙ্গে টাই-আপ আছে, তাদের প্রতিষ্ঠানের যে কারণে কোর্স শেষ করার পর ছাত্র-ছাত্রীদের চাকরি পেতে অসুবিধা হয় না।"

এটা শেয়ার করতে পারো

...

Loading...