'এ. টস অ্যান্ড সন্স'-এর পথ চলা শুরু হয়েছিল ১২৫ বছর আগে

চায়ের কাপে চুমুক দিয়ে দিন শুরু হয় বাঙালির। কিন্তু বাঙালির প্রিয় এই পানীয় এসেছে সূদূর চিন থেকে। ১৬৫০ সালে প্রথম বাণিজ্যিকভাবে চায়ের উৎপাদন শুরু হয়েছিল। আর আজকের বাংলাদেশের সিলেটে প্রথম চায়ের গাছ খুঁজে পেয়েছিলেন ব্রিটিশরা। তারপর থেকে ধীরে ধীরে তাদের হাত ধরে বাংলায় ছড়িয়ে পড়ে চা। এখন তো চা ছাড়া চলেই না বাঙালির। গুণমানের বিচারে ১২৫ বছর ধরে বাঙালির এই চায়ের স্বাদ ধরে রেখেছে 'অ্যা টোস অ্যান্ড সন্স' (A. Tosh And Sons)। ১২৫ আগে প্রভাস চন্দ্র ঘোষ এই প্রতিষ্ঠান শুরু করেছিলেন। ব্রিটিশদের দেওয়া নাম থেকেই তিনি নিজের প্রতিষ্ঠানের নাম রেখেছিলেন। বর্তমান সময় কলকাতায় একাধিক শাখা ছাড়াও বিশ্বের প্রায় চল্লিশটিরও বেশি দেশে ছড়িয়ে রয়েছে তাদের ব্যবসা। দক্ষিণ ভারতের কোয়েমবাটুরয়ে একটি ফ্যাক্ট্রিও রয়েছে তাদের।

তাদের প্রতিষ্ঠানের গুণমান বিচারের পদ্ধতি জিয়ো বাংলার প্রতিনিধিকে দেখিয়েছেন প্রতিষ্ঠানের বর্তমান ডিরেক্টর অভিজিৎ ঘোষ। তিনি জানিয়েছেন, তারা প্রোডাশনের চেয়ে কোয়ালিটির উপর বেশি নজর দেন। এটাই তাদের অন্য প্রতিষ্ঠানের থেকে আলাদা বানায়। একসময় শুধু মাত্র রিটেল শপ হিসেবে তাদের ব্যবসা শুরু করেছিলেন। আজ তারা বিদেশেও এক্সপোর্ট করছেন। প্রতিষ্ঠানের তরফ থেকে সব সময় চেষ্টা করা হয় যে প্রোডাক্ট তারা বাজারে আনছেন সেটা যেন গুণমানের বিচারে সেরা হয়। তাহলেই ক্রেতারা আবার ফিরে আসবে।

এটা শেয়ার করতে পারো

...

Loading...