কলকাতায় গড়ে উঠেছে পিকাডিলি সার্কাস! নব রূপে সেজে উঠেছে এসপ্ল্যানেড মেট্রো স্টেশন

এবার ওয়েস্টমিনস্টার রুপে সেজে উঠল শহর কলকাতা। কলকাতায় গড়ে উঠেছে পিকাডিলি সার্কাস। কিন্তু সেটা তো লন্ডনে! হ্যাঁ ঠিকই শুনেছেন।

মেট্রো সংযোগের সবচেয়ে গুরুত্বপুর্ণ স্টেশন হল এসপ্ল্যানেড। সেই স্টেশনই সেজে উঠেছে নতুন রূপে। হয়েছে এক সুপার জংশন। ইস্ট-ওয়েস্ট প্রকল্পে বউবাজার-বিপত্তি না কাটলেও, এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান মেট্রোর পথ প্রস্তুত। আজ, ৬ই মার্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করল ইস্ট ওয়েস্ট মেট্রো অর্থাৎ হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পরিষেবা মেট্রো পরিষেবা।

মেট্রো সূত্রে যা জানা গিয়েছে যে এই স্টেশনটি মাটি থেকে ২৭ মিটার নিচে অবস্থিত। এই স্টেশনের দু’দিকে থাকবে প্রবেশ ও প্রস্থান পথ। অর্থাৎ একটা হবে কে সি দাসের দিকে এবং অন্যটা কার্জন পার্কের দিকে।

জানা গিয়েছে যে এই স্টেশনে মোট টিকিট কাউন্টার থাকবে ১৬টি এবং এসক্যালেটার সংখ্যা ২০টি। এছাড়াও সিঁড়ি থাকছে ১২টি এবং মোট ৮টি লিফট রয়েছে। মোট প্ল্যাটফর্ম সংখ্যা রয়েছে ৩। এই স্টেশনে থাকবে ১৬টি AFC গেট এবং এখানে থাকছে শৌচাগারের ব্যবস্থা।

image_2024_03_06T12_37_29_733Z

অর্থাৎ কলকাতা এসপ্ল্যানেড মেট্রো গেলেই বুঝবেন আপনি পৌঁছেন লন্ডনের সেই বিখ্যাত পিকাডেলি সার্কাসে! এই বিষয়ে মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক, কৌশিক মিত্র জানিয়েছেন যে এসপ্ল্যানেড হল এমন একটা জায়গা যা সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট। আর এখান থেকে মেট্রো পথ ব্যবহার করে শহর ও শহরতলি সব জায়গায় ছড়িয়ে পড়া যাবে। সেই ভাবেই এই স্টেশন নির্মাণ করা হয়েছে। আর সকলেই এক টিকিটে যাতায়াত করতে পারবেন। এছাড়া শোনা যাচ্ছে যে এই আধুনিকতার যুগে আসছে হোয়াটস অ্যাপ টিকিট।

এটা শেয়ার করতে পারো

...

Loading...