ফের ৬ মার্চ বাংলায় আসছেন প্রধানমন্ত্রী মোদি! শহরে এসে মেট্রোর ৩ রুট উদ্বোধন করবেন তিনি?

শুক্রবার রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২দিনের সফরে একাধিক কাজে ব্যস্ত থাকবেন তিনি। তবে, শোনা যাচ্ছে আগামী ৬ মার্চ অর্থাৎ বুধবার ফের বাংলায় আসছেন তিনি। সেই সময় কলকাতায় এসে তিনি তিনটি মেট্রো লাইনের উদ্বোধন করবেন মোদি।

সূত্রের খবর পরদিন অর্থাৎ ৭ মার্চ, হাওড়া ময়দান থেকে গঙ্গার নীচ দিয়ে ধর্মতলা পর্যন্ত মেট্রো পরিষেবার উদ্বোধন করবেন তিনি। এছাড়া উদ্বোধন হবে আরও দু'টি মেট্রো প্রকল্পের। প্রথমটি রুবি থেকে নিউ গড়িয়া পর্যন্ত পরিষেবার উদ্বোধন এবং দ্বিতীয়টি তারতলা থেকে মাঝেরহাট পর্যন্ত পরিষেবার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। অর্থাৎ ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডরের হওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড অংশ, জোকা-এসপ্ল্যানেড মেট্রো করিডরের তারাতলা-মাঝেরহাট অংশ এবং নিউ গড়িয়া-বিমানবন্দর মেট্রো করিডরের নিউ গড়িয়া-রুবি অংশের উদ্বোধন করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

তিনটি রুটই একইদিনে উদ্বোধন হবে বলেই জানা গিয়েছে। ফলে, সমস্ত রকম প্রস্তুতি নিতে বলা হয়েছে।

ওপর দিয়ে গঙ্গা বইছে নীচে দিয়ে মেট্রোয় চেপে গঙ্গা পার করছেন মানুষজন। এমন স্বপ্ন প্রায় প্রচুর শহরবাসী দেখেছেন। আর এবার সেটা পূরণ হতে বেশিদিন বাকি নেই!

অন্যদিকে, নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত মেট্রোর পরিষেবা শুরু নিয়েও সকলের উৎসাহ একেবারে তুঙ্গে। এই মেট্রো রুট চালু হলে বহু মানুষের সুরাহা হবে। এমনটাই সকলের দাবি।

সূত্রের খবর প্রধানমন্ত্রী গঙ্গার নীচের মেট্রো লাইনে নিজে গিয়ে পরিদর্শন করার সম্ভাবনাও রয়েছে। তবে, এই বিষয়টি নিয়ে সরকারিভাবে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষের তরফে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করা হয়নি।

এটা শেয়ার করতে পারো

...

Loading...