ভোররাতে মহানগরে তেলের ট্যাঙ্কার উল্টে ভয়াবহ অগ্নিকাণ্ড, অগ্নিদগ্ধ হয়ে মৃত চালক

ফের মহানগরে ভয়াবহ অগ্নিকাণ্ড। বুধবার ভোররাতে সেন্ট্রাল অ্যাভিনিউয়ের উপর অবস্থিত মহম্মদ আলি পার্কের কাছে একটি তেলবোঝাই ট্যাঙ্কার উল্টে যায়। ট্যাঙ্কারটি উল্টে যাওয়ার সঙ্গে সঙ্গে সেটিতে থাকা তেলে আগুন লেগে যায়। জানা গিয়েছে যে অগ্নিদগ্ধ হয়েই ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ট্যাঙ্কার চালকের।

কিন্তু কিভাবে ট্যাঙ্কারে আগুন লাগল? প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন যে এদিন ভোরবেলায় তীব্র গতিতে ধর্মতলার দিক থেকে সেন্ট্রাল অ্যাভিনিউ ধরে আসছিল একটি তেলের ট্যাঙ্কার। তারপর মহম্মদ আলি পার্কের কাছে আচমকাই সেটির চাকা ফেটে যায়৷ ফলে, নিয়ন্ত্রণ হারান ট্যাঙ্কার চালক এবং প্রথমে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা এক লরিতে ধাক্কা মারে সেটি। আর তারপরেই উল্টে যায় জ্বালানি বোঝাই ট্যাঙ্কার৷ তারপরেই নিমেষের মধ্যে আগুন লেগে যায় গোটা ট্যাঙ্কারটায়৷

রাস্তার ধারে থাকা একটি বাড়িতেও আগুন ক্রমশ ছড়িয়ে পড়ে। তবে, জানা গিয়েছে যে ওই বাড়িটিতে কোনও বাসিন্দা থাকতেন না। তবে, নীচে একটি সার্জিকাল দোকান ছিল। আগুনের জেরে সমস্ত জিনিস ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছে। 

image_2024_02_28T09_12_57_413Z 

প্রথমে ঘটনাস্থলে দমকলের দু’টি ইঞ্জিন এসে আগুন নেভানোর কাজ শুরু করে। কিন্তু আগুন নিয়ন্ত্রনে আনতে না পারায়, পরে ঘটনাস্থলে আরও আটটি ইঞ্জিন এসে পৌঁছয়। অর্থাৎ মোট ১০টি ইঞ্জিন মিলে একসঙ্গে আগুন নেভানোর কাজ চালিয়ে যায়। কিন্তু কোনও কিছুতেই কাজ হচ্ছিল না। অবশেষে ফোম দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু হয়।

যেখানে দুর্ঘটনাটি ঘটেছে সেই গোটা এলাকা ঘনবসতিপূর্ণ। তাই আগুন আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছিল। আগুন লাগার কিছুক্ষণের মধ্যেই গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। জানা গিয়েছে সকাল সাতটা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন দমকলকর্মীরা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে যে ঘটনাস্থলেই ট্যাঙ্কার চালকের মৃত্যু হয়েছে। পরে দেহটিকে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে। তবে, এখনও পর্যন্ত জানা যায়নি যে ট্যাঙ্কারটিতে চালক ছাড়াও আর কেউ ছিলেন কি না। অগ্নিকাণ্ডের ঘটনায় গোটা এলাকার বাসিন্দারা একটি ভয়াবহ আতঙ্কে রয়েছেন।

এটা শেয়ার করতে পারো

...

Loading...