সি সেকশন বা সিজারিয়ান অপারেশন কী? কোন পরিস্থিতিতে গর্ভবতী মায়েদের সি সেকশন করা হয়? সি-সেকশনের পর মায়েদের কি দীর্ঘকালীন শারীরিক সমস্যা দেখা দিতে পারে? সদ্য সিজারিয়ান মায়েদের কীভাবে যত্ন নেওয়া উচিত? জানালেন বিশিষ্ট স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাঃ রঞ্জন ভট্টাচার্য (Dr. Rangan Bhattacharya, Gynecologist)
হাইলাইটসঃ
১। সি সেকশন বা সিজারিয়ান অপারেশন কী?
২। কোন পরিস্থিতিতে গর্ভবতী মায়েদের সি সেকশন করা হয়?
৩। সদ্য সিজারিয়ান মায়েদের কীভাবে যত্ন নেওয়া উচিত?
সি সেকশন বা সিজারিয়ান অপারেশন কী?
সি সেকশন সন্তান প্রসবের এক ধরন। এই পদ্ধতিতে অপারেশনের মাধ্যমে মায়ের জরায়ু থেকে সন্তান বের করা হয়। বিভিন্ন Maternal Condition –এর কারণে সি সেকশন করা হয়। এই কারণগুলি হল -
১। বর্তমান সময়ে অনেক মা ডাক্তারদের কাছে সি সেকশন –এর অনুরোধ করেন
২। Inadequate Pelvis
৩। Malposition
৪। বাচ্চার ওজন খুব বেশি সহ ইত্যাদি কারণ
সি-সেকশনের কী সুবিধা আর কী অসুবিধা রয়েছে?
- সি-সেকশন ডেলিভারি একটি খুব painless delivery, কিন্তু ডেলিভারির পর পেটে অসহ্য যন্ত্রণা হয়।
- অপারেশনের কারণে সাধারণ ডেলিভারির তুলনায় অনেক বেশি পরিমাণে blood loss হতে পারে।
- recovery time বেশি।
সি-সেকশনের ক্ষেত্রে recovery –র সময় কী থাকে?
সাধারণ ডেলিভারির জন্য মায়ের সম্পূর্ণভাবে সুস্থ হলে ৬ সপ্তাহ সময় লাগে, সেক্ষেত্রে সি সেকশনের ক্ষেত্রে সম্পূর্ণ সুস্থ হতে এর তুলনায় বেশি সময় প্রয়োজন।
একাধিকবার সি সেকশনের কারণে কী কোনও সমস্যা দেখা দিতে পারে?
১। একাধিকবার সি সেকশনের কারণে কিছু শারীরিক ঝুঁকি থেকে যায়, কিন্তু আধুনিক চিকিৎসার মাধ্যমে সুস্থ হয়ে ওঠা সম্ভব
২। শারীরিক স্ট্রেস বাড়তে পারে
৩। Infertility হতে পারে
৪।বারবার রক্তক্ষরণের কারণে অ্যানিমিয়া হতে পারে
সি-সেকশনের পর মায়েদের কি দীর্ঘকালীন শারীরিক সমস্যা দেখা দিতে পারে?
সি সেকশনের জন্য লাইফটাইমের জন্য কোমরে ব্যাথা থেকে যায়, এই কথার মধ্যে কোনও সত্যতা নেই। আদতে গর্ভধারণ করার সময় শরীরে অনেক পরিবর্তন আসে। সে কারণে ডেলিভারির পর শরীরে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। কিন্তু সঠিক এক্সারসাইজ, সঠিক ডায়েট ও সঠিক বিশ্রামের মাধ্যমে সম্পূর্ণভাবে সুস্থ হয়ে ওঠা সম্ভব।
এর পাশাপাশি মানসিকভাবে সুস্থ থাকতে হবে, আনন্দে থাকতে হবে। এর ফলে সহজেই সেরে উঠতে পারবেন।