ডিউই না ম্যাট কোন ধরনের মেকআপ লুক শীতকালের বিয়েবাড়ি পার্টি মেকআপে বেশি ভাল লাগে?

শীতকালে বিয়ে বাড়ির পার্টি মেকআপ স্টেপ-বাই-স্টেপ কীভাবে করলে পারফেক্ট লুক পাওয়া যাবে? ডিউই না ম্যাট কোন ধরনের মেকআপ লুক শীতকালের বিয়েবাড়ি পার্টি মেকআপে বেশি ভাল লাগে? কী ভাবে সাজবেন তা নিয়ে টিপস দিলেন প্রফেশনাল মেকআপ আর্টিস্ট সৌরভ দাস (Sourav Das, Professional Makeup Artist)

সৌরভ দাস জানিয়েছেন, মেকআপ সম্পর্কে যাদের পরিষ্কার ধারণা আছে তাদের শীত-গ্রীষ্মের মেকআপ নিয়ে সমস্যা হয় না। শীতকালে যেহেতু ঠাণ্ডায় ঘাম কম হয় না। তাই সাধারণভাবে প্রাইমার আর ফাউন্ডেশন দিয়ে মেকআপ শুরু করা যেতেই পারে। ফাউন্ডেশন ব্লেন্ড করা সহজ। কম্প্যাক্ট ব্যবহারের পর আসে শ্যাডোর পালা। সেটা পুরোপুরি নির্ভর করে কস্টিউমের ওপর।

এখন নিউড মেকআপের ট্রেন্ড চলছে। তাই সফট কালারের আইশ্যাডো ব্যবহার করা যেতে পারে। কাজল, মাস্কারা, হালকা লিপস্টিকেই শেষ হয়ে যায় সাজ। এখন লেটেস্ট মেকআপ ট্রেন্ড ডিউই লুক। শীতে ম্যাট লুকের চল খুব থাকে না কারণ তাপমাত্রার কারণে এমনিতেই রুক্ষ হয়ে যায় ত্বক। সামার মেকআপে চলে ম্যাট।

বিয়ে বাড়িতে থাকে গর্জাস সাজ। কস্টিউম যদি হেভি হয় তাহলে মেকআপ হবে হালকা। কস্টিউম লাইট হলেও মেকআপ তার সঙ্গে মানান করেই রাখা উচিত। আই যদি স্মোকি হয় তাহলে লিপ নিউড থাকবে। সেনসেটিভ স্কিনের ক্ষেত্রে সঠিক প্রোডাক্ট কেনার চেয়েও জরুরি সঠিকভাবে স্কিন মেইনটেইন। প্রতিদিন নিয়ম করে স্কিন ক্লিন করতে হবে। মেকআপ রিমুভ করতেই হবে।

এটা শেয়ার করতে পারো

...

Loading...