জাতীয় মঞ্চে সম্মানিত সকলকে, এবার বাংলা থেকে দেওয়া হবে ‘বাংলার জাতীয় গর্ব’ পুরষ্কার

বাংলা ইন্ডাস্ট্রি থেকে জাতীয় পুরষ্কার পেয়েছেন প্রায় অনেকেই। বাংলা বিনোদন দুনিয়া নিজেদের প্রতিভা বারবার সারা দেশে ছড়িয়ে গর্বিত করে তুলেছে সকল রাজ্যবাসীকে। সেটা গান হোক বা কখনও অভিনয় বা কখনও কর্মকুশলতায়। কিন্তু কখনই তাঁদের আলাদা করে সেই সম্মান আজ অবদি দেওয়া হয়েনি।

শীতের শেষে এবার সেই ঘটনাই ঘটতে চলেছে বাংলায়। সঙ্গীতা সিনহার ভাবনায় অ্যাঞ্জেল ক্রিয়েশন এক বিশেষ পুরস্কারের আয়োজন করতে চলেছে, ‘বাংলার জাতীয় গর্ব’। আগামী ২৬ ফেব্রুয়ারি শহরের এক পাঁচতারা হোটেলে হতে চলেছে এই অনুষ্ঠানটি। সেখানে হাজির থাকবেন সকল জাতীয় পুরস্কার প্রাপ্ত শিল্পী এবং তারকারা। এক ঝাঁক বাঙালি জাতীয় তারকাদের সঙ্গে নিয়ে গত রবিবার, সংস্থা আনুষ্ঠানিক ঘোষণা করল এই পুরস্কারের বিষয়ে।

thumb_8821

সেই তালিকার সংখ্যা বেশ বিরাট। প্রভাত রায়, অপর্ণা সেন, মিঠুন চক্রবর্তী, সৃজিত মুখোপাধ্যায়, গৌতম ঘোষ, অনিরুদ্ধ রায়চৌধুরী, ইন্দ্রাণী হালদার, ঋতুপর্ণা সেনগুপ্ত, চূর্ণী গাঙ্গুলি, কৌশিক গাঙ্গুলি, রামকমল মুখোপাধ্যায়, রূপা গঙ্গোপাধ্যায়, সঙ্গীত শিল্পী ইমন চক্রবর্তী, কবীর সুমনের মতন আরও অনেকে। এদের ছাড়াও এদিন থাকবেন বাকি টলিউডের অনেকেই।  

সঙ্গীতা সিনহা এই উদ্যোগের বিষয়ে এক সংবাদমাধ্যমে জানিয়েছেন যে  তাঁদের কাছে এই সমস্ত জাতীয় স্তরের মানুষদেরকে নিয়ে তাঁরা খুবই গর্বিত। বাঙালি হিসাবে তাদের এই অবদানের প্রাপ্য সম্মান তাদের দিতে পেরে, তাঁরা খুবই খুশি হবে। প্রত্যেকটি বাঙালির মনে যেন তাদের নাম চিরস্মরণীয় হয়ে থাকে এটাই তাঁদের উদ্দেশ্য। 

সদ্য জাতীয় পুরস্কার পেয়েছেন পরিচালক তথা বাংলার ছেলে রামকমল মুখোপাধ্যায়। হিন্দি ছবি, ‘দুয়া’র জন্য এই পুরস্কার পেয়েছেন তিনি। এই বিষয়ে সংবাদমাধ্যমে তিনি বললেন যে এটা এমন একটা বিষয় যার মাধ্যমে প্রতিভার পরিচয় মিলবে। তাঁরা ভারতীয় হিসেবে গর্বিত জাতীয় পুরস্কার পেয়ে। আর তারপর, যদি নিজের রাজ্য থেকে একটা সম্মান পায়, সেটা আলাদাই আনন্দ। নস্টালজিয়া কাজ করে। এই বিষয়গুলো রাজ্যস্তরের প্রতিভাদের আরও অনুপ্রাণিত করে।

এ প্রসঙ্গে গর্বিত আরেক জাতীয় পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী রূপা গঙ্গোপাধ্যায়। তিনি জানিয়েছেন যে যারা, এতদিন ধরে জাতীয় পুরস্কার পেয়েছেন তাঁদের একসঙ্গে জড়ো করা এটা দারুণ উদ্যোগ। তিনি ভুলেই গিয়েছিলেন যে জাতীয় পুরস্কার পেয়েছিলেন। এতবছর আগের একটা ঘটনা তাঁকে আবার মনে করিয়ে দেওয়ার জন্য তিনি ধন্যবাদ জানিয়েছেন। তাঁর মতে, নিজের রাজ্যে যখন একজন জাতীয় পুরস্কার বিজেতা আসেন, তাঁকে সম্মান দেওয়াটা বিরাট ব্যাপার।

এটা শেয়ার করতে পারো

...

Loading...