মুখের গড়ন অনুযায়ী কীভাবে বেছে নেবেন পারফেক্ট হেয়ারস্টাইল?

যে কোনও হেয়ারস্টাইল বা হেয়ার কাটের আগে আমাদের যে প্রশ্নটি সবচেয়ে বেশি ভাবাই তা হল ‘এই হেয়ারস্টাইল আমাকে মানাবে তো?’। বেশিরভাগ ক্ষেত্রেই সহজে উত্তর মেলে না। সেক্ষেত্রে হয় একঘেঁয়েমিতে আটকে থাকতে হয় নাহলে সব ভার ছেড়ে দিতে হয় হেয়ারস্টাইলিস্টের ওপর। সব হেয়ারকাট বা হেয়ারস্টাইল কিন্তু প্রত্যেককে মানায় না। কোন মুখে কী ধরনের হেয়ার কাট মানাবে তা সম্পূর্ণভাবে নির্ভর করে মুখের গড়ন আর ব্যক্তিত্বের ওপর।

মুখের গড়ন অনুযায়ী কীভাবে বেছে নেবেন আপনার জন্য পারফেক্ট হেয়ারস্টাইল? ফ্যাশন দুনিয়ায় হেয়ারস্টাইলের লেটেস্ট ট্রেন্ড কী? হেয়ারস্টাইল কীভাবে বদলে দেয় ব্যক্তিত্ব? টিপস দিলেন বিউটিশিয়ান মুন সাহা (Moon Saha, Beautician)

মুন সাহা জানিয়েছেন, যে কোনও ট্রেন্ড বা পার্সোনালিটির হেয়ারস্টাইল অনুকরণ করার আগে দেখতে হবে নিজেকে কোন ধরণের হেয়ারস্টাইল মানায়। মুখের গঠন ও ব্যক্তিত্বর সঙ্গে হেয়ারস্টাইল যাচ্ছে কিনা। তার জন্য আগে চিনতে হবে নিজেকে। মুখের গঠন কেমন সেই বুঝে ভাবতে হবে কোন স্টাইল মানায়। ডিম্বাকৃতি, পান পাতার মতো মুখে যে কোনও ধরনের হেয়ারস্টাইল ভাল লাগবে। তবে চৌকো মুখের ক্ষেত্রে জ'লাইন কভার করে এরকম হেয়ারস্টাইল করা যেতে পারে। লেয়ার করে ফ্রেঞ্চ করা যেতে পারে। নারী পুরুষ উভয়ের ক্ষেত্রেই এক। নারী পুরুষ নির্বিশেষে পেশা এবং কোন জগতের সে মানুষ সেই দিকটিও প্রভাব ফেলে। ট্রেন্ডে চলছে স্ট্রেট হেয়ার। এই হেয়ারস্টাইলে যে কোনও ধরনের সাজ ভাল লাগে। ইচ্ছে হলে স্ট্রেট হেয়ারও কার্ল করা যেতে পারে। অনেকে স্ট্রেট হেয়ার করার পর ক্ষারযুক্ত শ্যাম্পু ব্যবহার করে, অজান্তে খারাপ মানের প্রোডাক্ট ব্যবহার করে ফেলে তাতে চুল ক্ষতিগ্রস্ত হয়। চুল স্ট্রেট করার পর স্ট্রেট হেয়ারকেয়ারের সঠিক শ্যাম্পু কন্ডিশনার ব্যবহার করতে হবে।

এটা শেয়ার করতে পারো

...

Loading...