বাঁকা টিপ পরেছেন কেন জয়া আহসান, ফ্যাশন নাকি ছবির প্রচার?

বাঁকা টিপ পরেছেন কেন জয়া আহসান?

কপালের মাঝের টিপ সরে এসেছে সিঁথির তলায় বা কপালের একধারে, ফ্যাশন নাকি ছবির প্রচার?

এই প্রশ্নে উত্তাল গোটা নেট দুনিয়া। শুধু নেট দুনিয়া নয়, আলোচনা চলছে ফ্যাশন থেকে সিনেমা পাড়ার আনাচেকানাচেও।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Jaya Ahsan (@jaya.ahsan)

মুখে মেপআপের চিহ্ন নেই। কপালের একদিকে জ্বলজ্বল করছে টিপ। জয়াসহ বেশ কয়েকজন প্রথমসারির নায়িকাকে এভাবেই ছবি পোস্ট করতে দেখা গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।

না কোনও প্রচার কৌশল বা ফ্যাশন নয়, টিপ হয়ে উঠেছে তাঁদের প্রতিবাদের হাতিয়ার।   এই আন্দোলনের নাম দেওয়া হয়েছে ‘অড ডট সেলফি’ (Odd Dot Selfie)।

 

বাঙালি নারীদের সাজের অনুসঙ্গ টিপ। নারীর কপালে দুই ভ্রুর মাঝে লাল টিপ আলাদা করে চিনিয়ে দেয় বাঙালি নারীকে। এই সাজ বাঙালি তথা ভারতীয় সংস্কৃতির অঙ্গ। নারীর প্রতীক টিপ। কিন্তু নারী যদি নিজে নিরাপদে না থাকে, লাল টুকটুকে টিপের বদলে যদি তার শরীরে ফুটে ওঠে রক্তের ফোঁটা, আঘাতের কালশিটে, তাহলে আহত হয় সংস্কৃতি।  নির্যাতন সংস্কৃতির প্রতিবাদে আজ জায়গা বদলেছে  নারীর কপালের টিপ।

prothomalo-bangla_2024-03_1047de82-2c3e-4ed5-b500-8ad32ac4a409_Tip_L

এই নিস্তব্ধ বিপ্লবে বাংলাদেশের বহু অভিনেত্রী অংশ নিয়েছেন।  দেশের মহিলাদের উপরে অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার হয়েই সোশ্যাল মিডিয়ায় এমন বাঁকা টিপ পরা ছবি পোস্ট করেছিলেন তাঁরা, আর সেই সঙ্গে ব্যবহার করেছেন অড ডট সেলফি হ্যাশট্যাগ।

জয়া আহসান তাঁর সোশ্যাল হ্যান্ডেলে লিখেছেন, 'কপালে টিপ দিয়ে আমরা নারীরা নিজেদের শোভন করে তুলি। সোশ্যাল মিডিয়ায় আমাদের টিপ পরা হাসি হাসি মুখের ছবিতে লাইক পড়তে থাকে। কিন্তু ঘরের ভেতরেও কি আমাদের সবার ছবিটা এই রকম? দেশে প্রতি তিনজন নারীর একজন সহিংসতার শিকার হচ্ছে।'

বাংলাদেশে প্রতি তিনজনে একজন নারী ঘরে বাইরে নানাভাবে নির্যাতনের শিকার হচ্ছে। কিন্তু সেই অনুপাতে এটা নিয়ে তেমন কোনো প্রতিবাদ হয় না। কারণ, আমাদের সমাজে নারীদের শেখানোই হয় নীরবে সহ্য করতে। কিন্তু আমরা চাই, এই ট্যাবু ভেঙে আওয়াজ তুলুক প্রতিটি নারী। কারণ চুপ না থেকে কথা বললেই কেবল সম্ভব এইসব সহিংসতা বন্ধ করা।

আর তাই, নারী নির্যাতনের প্রতিবাদ হিসেবে ‘Odd Dot Selfie’. যেখানে প্রতিবাদের ভাষা হিসেবে বেছে নেওয়া হয়েছে নারীর সাজের চিরায়ত সঙ্গী কপালের ‘টিপ’।  

নুসরাত ইমরোজ তিশা লিখেছেন, “বাংলাদেশে প্রতি তিনজনে একজন নারী ঘরে বাইরে নানাভাবে নির্যাতনের শিকার হচ্ছে। কিন্তু সেই অনুপাতে এটা নিয়ে তেমন কোনো প্রতিবাদ হয় না। কারণ, আমাদের সমাজে নারীদের শেখানোই হয় নীরবে সহ্য করতে। কিন্তু আমরা চাই, এই ট্যাবু ভেঙে আওয়াজ তুলুক প্রতিটি নারী। কারণ চুপ না থেকে কথা বললেই কেবল সম্ভব এইসব সহিংসতা বন্ধ করা।

 

তিনি আহ্বান জানিয়েছেন, কপালের এই টিপ মাঝখানে না পরে পাশে সরিয়ে দিয়ে সেলফি তুলে #OddDotSelfie লিখে ছবি শেয়ার করুন সোশ্যাল মিডিয়ায় আর আপনিও যোগ দিন এই প্রতিবাদে”।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Nusrat Imrose Tisha (@imrosetishanusrat)

সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের আবেদনে সাড়া দিয়ে  বাংলাদেশের বহু অভিনেত্রী, সংবাদ পাঠক, ইনফ্লুয়েন্সার ও গণমাধ্যমকর্মী এতে যোগ দিয়েছেন। কপালের টিপ সরিয়ে হ্যাশট্যাগ অড ডট সেলফি দিয়ে ফেসবুকে ছবি শেয়ার করছেন তাঁরা। এই প্রতিবাদের ঢেউ ছড়িয়ে পড়েছে সাধারণ মানুষের মধ্যেও। বাদ নেই এপার বাংলাও।

এটা শেয়ার করতে পারো

...

Loading...