‘ভারত দলকে রোখা অসম্ভব!’ ২০২৩-এর বিশ্বকাপ ফাইনালে পৌঁছল টিম ইন্ডিয়া

‘ভারতকে আটকানো অসম্ভব!’ গতকালের পর থেকেই প্রত্যেক ক্রিকেটপ্রেমীদের মনের মধ্যে এখন এই একটাই কথা মাথায় ঘুরছে।

সবার মনে একটাই প্রশ্ন সত্যি কি ভারত অপরাজেয় থেকে বিশ্বচ্যাম্পিয়ন হবে এবার? আর মাত্র একটাই ম্যাচ। ফাইনাল! কার সাথে হবে আপাতত জানা নেই, কিন্তু যেইভাবে ভারতীয় দল খেলছে সেখান থেকে এই উচ্ছাস কোনও বড় কথা নয়। সবার মধ্যেই এটা হবেই।

ক্যাপ্টেন রোহিত শর্মা হয়েতো অশ্বমেধের যজ্ঞ করছেন খেলার শুরুর আগে। তাঁর সেই অশ্বমেধের ঘোড়া একের পর এক সাম্রাজ্য জয় করে চলেছে। পাকিস্তান, আফগানিস্তান, দক্ষিণ আফ্রিকা, কেউই তাকে থামাতে পারছে না। সেই ঝড়ের গতি রুখতে এখনও হয়েতো কেউ আসেনি মাঠে। অবশেষে এটাই মনে করা হচ্ছে সেই এবারের বিশ্বচ্যাম্পিয়ন হয়েই থামবেন রোহিত শর্মা!  

sh_1700062448869_1700062470713_11zon

মুম্বাইয়ের ওয়াংখেড়েতে বিশ্বকাপ ২০২৩ সেমিফাইনালে ঘটেছে প্রচুর ঘটনা। একের পর এক মনের মতন ঘটনা মন ছুঁয়ে নিয়েছে গোটা দেশবাসীর। প্রথমেই বিরাট কোহলি। ৫০তম একদিনের সেঞ্চুরি করে ফেললেন গতকাল। সচিন তেন্ডুলকরকে ছুঁয়ে এগিয়ে গেলেন তিনি। অন্যদিকে, সেঞ্চুরি করলেন শ্রেয়স আইয়ার। এদিন ৩৯৭ রানের পর্বত তৈরি করে নিউজিল্যান্ড দলকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিল ভারত দল।

তবে, এবারের বিশ্বকাপে নিউজিল্যান্ড প্রথম কোনও দল যে ভারতের বিরুদ্ধে ৩০০ রানের গণ্ডি পেরোল। কেন উইলিয়ামসন ও ড্যারেচ মিচেল জুটি শুরু থেকেই দারুন ব্যাটিং-এ এগিয়ে নিয়ে যাচ্ছিল নিউজিল্যান্ডকে। ফাইনালে জায়গা তারাই করবে ভেবেই নিচ্চিল সবাই। তবে সেই জুটি ভাঙলেন ভারতের শামি। সাত সাতটা উইকেট তুলে নিলেন বাংলার পেসার।  

গতকাল নিউজিল্যান্ড ৩২৭ রান করেও ছুঁতে পারেনি ভারতের স্কোর। কিন্তু ৩২৭ রান মোটেই কম নয়। অনেকের মাথায় ভাবনা আসছে যে যদি ভারতীয় ব্যাটাররা এমন অতিমানবিক ইনিংস না খেললে কী হত কি হত ম্যাচের শেষে? ৩০০-৩৫০ রান করলে নিউজিল্যান্ড এতক্ষণে ক্রিকেটের ইতিহাসে একটা অন্য গল্প লিখে ফেলত। পরিস্থিতি বদলে যেত।

কিন্তু ভারত তাদের রুখে ফাইনাল ম্যাচের টিকিট কেটে সিটে বসে গিয়েছেন। ২০১১ সালের পর আরও একবার ভারতীয় দলের সামনে বিশ্বজয়ের সুযোগ। আর মাত্র একটা ম্যাচ। তারপরই ধোনি, কপিলের মতো বিশ্বচ্যাম্পিয়ন অধিনায়ক হবেন রোহিত শর্মা।

এখন সবার মনে প্রশ্ন ঘুরছে ভারত কার সাথে খেলতে চলেছেন ২০২৩ বিশ্বকাপ ফাইনালে? ফাইনালে ইতিহাস গড়তে পারবেন ভারত দল? এই অপেক্ষায় রয়েছে গোটা দেশ।

এটা শেয়ার করতে পারো

...

Loading...