কলকাতার ইডেনে ম্যাচ জিতে বিরাটের জমজমাট জন্মদিন পালন! কিভাবে পালন করা হল এই স্মরণীয় দিনটি?

গত রবিবার, চলতি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে ২৪৩ রানে হারিয়ে দুর্দান্তভাবে জিতে গেল ভারত দল। এদিন কলকাতার নন্দন কাননে শোনা যাচ্ছিল ভারতের জয়জয়কার। তবে, এদিন শুধু ভারতের ম্যাচ জেতা নয়, ৩৫-এ পা দিলেন প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। অন্যদিকে, এই বিশেষ দিনে নিজেকেই নিজে উপহার দিলেন কোহলি। ৪৯তম শতরান করে সচিন তেন্ডুলকরকে ছুঁলেন কিং কোহলি। আনন্দে আত্মহারা গোটা দেশ।  

এদিন সিএবি আগে থেকেই পরিকল্পনা ছিল ম্যাচের দিন বিরাটের হাতে স্মারক হিসাবে তুলে দেবে সোনার ব্যাট। সেই মতো ম্যাচ শেষে তাঁর হাতে তুলে দেওয়া হল সোনার ব্যাট। সংস্থার সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায় তুলে দিলেন এই উপহারটি।

সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের সহযোগিতায় বিরাটের জন্য তৈরি হয়েছে একটি সোনার ব্যাটটি। তা দিয়েই বরণ করে নেওয়া হল তাঁকে। সেই ব্যাটে লেখা ছিল ‘শুভ জন্মদিন বিরাট’। নিচে ‘আপনি উৎসর্গের প্রতীক এবং একটি জীবন্ত প্রমাণ যে বয়স মাত্র একটি সংখ্যা’।

শুধু তাই নয় এদিন বিরাট একটি কেকও কাটেন যা বিশেষ করে বিরাটের স্ট্যাটিউট দিয়ে তৈরি ডার্ক চকোলেট কেকের উপরে নীল আইসিং ছিল।

ভারত দলের প্রাক্তন অধিনায়ক কিং কোহলির জন্মদিনটাকে স্মরণীয় করে রাখতে বিশেষ উদ্যোগ নিয়েছিল সিএবির তরফে। যেই নীল নকশা তৈরি করা হয়েছিল, তাতে কয়েক চমকও ছিল। সবচেয়ে বড় চমক ছিল যে ইডেনের প্রায় সত্তর হাজার গ্যালারির জন্য রাখা হবে ‘কোহলি-মুখোশ’। পাশাপাশি থাকবে স্পেশাল বার্থডে কেক। সেই কেক কাটার মুহূর্তে গোটা গ্যালারি ‘বিরাট-মুখোশ’ পরে জন্মদিনে শামিল হবে, সেটাই ছিল সিএবির পরিকল্পনা।

কিন্তু বিসিসিআই বোর্ডের তরফ থেকে কোনো অনুমতি মেলেনি। তাদের মতে গোটা গ্যালারি বিরাট-উদযাপনে মাতলে সমস্যা হতে পারে। স্পনসরদের কথা মাথায় রেখেই অনুমতি দিতে নারাজ ভারতীয় ক্রিকেটের নিয়ামক সংস্থা। যদিও সোনার ব্যাট হাতে তুলে নেওয়ার পরেই কেক কাটেন কিং কোহলি।

প্রসঙ্গত, এদিন ম্যাচের সেরার পুরস্কারও তুলে দেওয়া হয় বিরাটের হাতে।

৪৯তম শতরানের পেছনে টিম ম্যানেজমেন্টের অবদানের কথাও তুলে ধরেন বিরাট। তিনি বলেন, “সকলকে বলা হয়েছিল আমার সঙ্গেই ব্যাট করতে। খেলাটা উপভোগ করছিলাম আমি। ঈশ্বর আমাকে এই অসাধারণ মুহূর্ত উপভোগ করতে দিয়েছেন তাই আমি কৃতজ্ঞ।”

অন্যদিকে দর্শকদের ধন্যবাদ দিয়ে বিরাট আরও বলেন, “আমার জন্মদিনটা ভক্তরা বরাবরই স্পেশাল করে তোলেন। সেটা আমাকে বাড়তি মোটিভেশন দেয়।“

এদিন শতরান করে সচিন তেন্ডুলকরকে ওয়ানডে সেঞ্চুরির রেকর্ড ছুঁয়েছেন বিরাট। কোহলি তাঁর রেকর্ড স্পর্শ করার সঙ্গে সঙ্গেই এক্স প্ল্যাটফর্মে তাঁকে শুভেচ্ছা জানান সচিন। সেখানে লেখেন,“দারুণ খেললে বিরাট। ৪৯ থেকে ৫০-এ পৌঁছতে আমার ৩৬৫ দিন সময় লেগেছিল। তবে আশা করি তোমার ৪৯ থেকে ৫০-এ পৌঁছতে কয়েক দিন সময় লাগবে এবং আগামী কিছু দিনের মধ্যেই তুমি আমার রেকর্ড ভেঙে দেবে। শুভেচ্ছা।”

সেই প্রসঙ্গে বিরাট জানিয়েছেন যে, “আসলে এখনই এত কিছু আমার মাথার মধ্যে ঢুকছে না। আমাদের আদর্শের রেকর্ড স্পর্শ করা, সত্যি বলতে এটা আমার কাছে বিশেষ অনুভূতি। ব্যাটিংয়ের ব্যাপারে সচিন নিখুঁত একটা উদাহরণ। আমার কাছে এটা খুবই আবেগের একটা মুহূর্ত। আমি জানি কোথা থেকে উঠে এসেছি। ছোটবেলায় ওঁকে টিভিতে দেখার কথা এখনও মনে আছে। ওঁর থেকে এ ধরনের প্রশংসা পাওয়া আমার কাছে বিরাট সম্মানের। আমি কোনও দিন সচিন হতে পারব না।”

এটা শেয়ার করতে পারো

...

Loading...