মহম্মদ শামিকে সোশাল মিডিয়ায় সরাসরি বিয়ের প্রস্তাব! কে করল এমন অদ্ভুত কান্ড?

চলতি বিশ্বকাপে শার্দূল ঠাকুরের বদলে শেষ চারটি ম্যাচ খেলে বাজিমাত করে দিয়েছেন মহম্মদ শামি। ১৬টি উইকেট নিয়ে ভারতের সর্বোচ্চ উইকেটশিকারি হয়ে গিয়েছেন। জাহির খান, জাভাগাল শ্রীনাথের মত অতীতের দুই পেস তারকাকে পেরিয়ে গিয়েছেন তিনি।

কিন্তু এইসবের মাঝেই হঠাৎ বিয়ের প্রস্তাব পেলেন ভারতের পেসার। কি অবাক কান্ড! কে রাখল এই প্রস্তাব?  

শামিকে বিয়ের প্রস্তাব পাঠিয়েছেন অভিনেত্রী তথা রাজনীতিবিদ পায়েল ঘোষ। সরাসরি সোশাল মিডিয়ায় এই বার্তা পৌঁছে দেয় তিনি। সেখানে লিখেছেন, “শামি, তুমি নিজের ইংরেজিটা একটু শুধরে নাও। আমি তোমাকে বিয়ে করতে রাজি আছি।”

কিন্তু শামি তো বিবাহিত। হাসিন জাহানের সাথে বিবাহ করেছিলেন। যদিও এখন তাঁদের বিবাহবিচ্ছেদের মামলা চলছে। আবার অন্যদিকে একটি কন্যাসন্তানও রয়েছে তাঁদের।

তবে, এই পোস্টের উত্তর কি দিয়েছেন ভারতের পেসার ? না, এই প্রস্তাবের কোনও উত্তর দেননি তিনি। আসলে শামি সোশাল মিডিয়ায় খুব একটা সক্রিয় নন। মাঝে-মাঝে দল জিতলে কিছু পোস্ট করেন বা কোনও উৎসবের সময়েও কিছু উদ্‌যাপনের ছবি পোস্ট করতে দেখা যায় তাঁকে। এর থেকে বেশি তিনি সময় ব্যায় করেনা সোশাল মিডিয়ায়।

কিন্তু এই পায়েল ঘোষ কে?

পায়েলের টুইট ভাইরাল হতেই মানুষজন চলে যায় তাঁর খোজে। শুরু করে দেন সার্চ ইঞ্জিনে সমস্ত রকমের খোঁজখবর।

জানা গিয়েছে যে ১৯৯২ সালে পায়েলের জন্ম হয় এই কলকাতা শহরে। তারপর তিনি সেন্ট পল্‌স মিশন স্কুল থেকে পড়াশোনা শেষ করে স্কটিশ চার্চ কলেজে রাষ্ট্রবিজ্ঞান নিয়ে গ্র্যাজুয়েশন করেন। এরপরেই অভিনয়ের জন্যে পাড়ি দেন মুম্বই শহরে। সেখানে পরিচালক চন্দ্রশেখর ইয়েলেতির সঙ্গে পরিচয় হয় এবং তারপর ‘প্রায়াণামে’ অভিনয় করেন পায়েল। পরে ‘বর্ষাধারে’, ‘উসারাভেল্লি’, ‘মিস্টার রাস্কেল’, ‘প্যাটেল কি পঞ্জাবি শাদি’ ইত্যাদি সিনেমায় অভিনয় করেছেন। ২০২০ সালে তিনি রাজনীতিতে যোগ দেন। রামদাস আথওয়ালের রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়ার মহিলা শাখার সহ-সভাপতি হন।

এটা শেয়ার করতে পারো

...

Loading...