এবার অমৃত ভারত স্কিমের তালিকা থেকে আধুনিকভাবে সেজে উঠছে এই স্টেশনটি! জানেন কোন স্টেশন?

অমৃত ভারত স্কিমের জন্য একাধিক রেল স্টেশনের পুনঃনির্মাণের কাজ চলছে। এবার সেই তালিকায় থেকে উঠে এল সিউড়ি রেলওয়ে স্টেশন। দেখা যাচ্ছে সেই স্টেশনে এবার কাজ চলছে। আসানসোল বিভাগের অধীনে অন্ডাল-সাঁইথিয়া শাখায় অবস্থিত এই সিউড়ি রেলওয়ে স্টেশনটি। জানা গিয়েছে যে এটি পশ্চিমবঙ্গের বীরভূম জেলার, জেলা সদর সিউড়িকে পরিষেবা প্রদান করে।

এই স্টেশনের বহু গুরুত্ব রয়েছে। বক্রেশ্বর মন্দির এবং বসন্তকাল পরিভ্রমণকারী তীর্থযাত্রী এবং পর্যটকদের জন্যই এই স্টেশনটি খুব গুরুত্বপূর্ণ। ফলে, এই স্টেশনের গুরুত্বতা বুঝেই রেল কর্তৃপক্ষ অমৃত ভারত স্টেশন প্রকল্পের অধীনে সিউড়ি স্টেশনের জন্য এটি পুনর্নির্মাণ প্রকল্পের পরিকল্পনা শুরু করেছে।

DB1TBT_1649850310993_1

পূর্ব রেলের থেকে জানা গিয়েছে যে ৩.৫ কোটি টাকার মোট বিনিয়োগের সঙ্গে অমৃত ভারত প্রকল্পের অংশ হিসাবে সিউড়ি স্টেশনে চলমান পুনর্নির্মাণ প্রকল্পের কাজ শুরু হয়েছে এবং দ্রুত গতিতে এগচ্ছে।

জানা গিয়েছে যে সিউড়ি স্টেশনের পুনর্নির্মানে একটি আধুনিক পরিষেবা দেওয়া হয়েছে এবং পাশাপাশি স্টেশনে সংস্কারের কাজও হবে।

সিউড়ি স্টেশনের পুনঃউন্নয়নের প্রথম পর্যায়ে থাকবে সুন্দর ওয়েটিং হল, উন্নত টিকিট কাউন্টার ও টয়লেট করা হবে। এছাড়া স্টেশনের আভ্যন্তরীণ সৌন্দর্য্য বৃদ্ধি পাবে।

বীরভূমের নানা প্রান্তে যাতায়াতের জন্য এই সিউড়ি শহরের গুরুত্ব রয়েছে। তাই সেখানেই ভারতীয় রেলের পক্ষ থেকে এই স্টেশনটি ঝাঁ চকচকে করে গড়ে তোলা হচ্ছে।

পূর্ব রেলের পক্ষ থেকে জানানো হয়েছে যে দীর্ঘদিন ধরে এই স্টেশন সাজানোর পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল এবনহ যাত্রী সংখ্যার নিরিখেই এই স্টেশন বাছাই করা হয়েছিল। এছাড়া অর্থনৈতিক ভাবে লাভজনক এমন স্টেশন বাছাই করা হয়েছিল। তাই আসানসোল ডিভিশনের এই সিউড়ি স্টেশনকে বাছাই করা হয়েছে।

এছাড়া পূর্ব রেলের পক্ষ থেকে জানানো হয়েছে যে আগামী এক বছরের মধ্যেই এই কাজ শেষ হয়ে যাবে৷

এটা শেয়ার করতে পারো

...

Loading...