চলতি বছরে কতটা ব্যস্ত বুম্বাদা? বলিউডে প্রতিষ্ঠিত হওয়ার কোনও পরিকল্পনা রয়েছে কি?

টলিপাড়া অর্থাৎ বাংলা ইন্ডাস্ট্রির প্রথম সারির নায়ক মানেই তাঁর কথাই প্রথম মনে পড়ে। বাংলা চলচ্চিত্র জগতে সর্বাধিক জনপ্রিয় মহাতারকা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। টলিপাড়ায় তিনি সকলের প্রিয় ‘বুম্বা দা’।

গত বছর পুজোয় মুক্তি পেয়েছিল তাঁর ছবি ‘দশম অবতার’। সেই ছবি ব্লকবাস্টার ও সুপারহিট। তবে, ২০২৩ সালে দর্শকদের মন কেড়েছিল আরও দুই ছবি, ‘কাবেরী অন্তর্ধান’ এবং ‘শেষ পাতা’।

চলতি বছরে শুরু থেকেই কি পরিকল্পনা রয়েছে তাঁর? কি নিয়ে ব্যস্ত তিনি? টলিপাড়ায় তাঁর শিডিউল নিয়ে বেশ কৌতূহল রয়েছে সকলের।

চলতি বছরের নববর্ষে ফের বড় পর্দায় আসছেন তিনি। জানা গিয়েছে, কৌশিক গঙ্গোপাধ্যায়ের পরিচালিত প্রসেনজিৎ এবং ঋতুপর্ণা সেনগুপ্ত জুটির ৫০তম ছবি ‘অযোগ্য’। সম্প্রতি সেই ছবির শ্যুটিং শেষ হয়ে গিয়েছে। নববর্ষে আসছে এই ছবি।

সম্প্রতি পুরুলিয়ায় ‘দেবী চৌধুরানী’ ছবির শ্যুটিং শুরু করেছেন পরিচালক শুভ্রজিৎ মিত্র। সেই ছবিতে নামভূমিকায় রয়েছেন অভিনেতড়ী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। অন্যদিকে ভবানী পাঠকের চরিত্রে রয়েছেন প্রসেনজিৎ। জানা গিয়েছে যে মার্চ মাস থেকে এই ছবির শ্যুটিং শুরু করতে পারেন তিনি।

‘ডাক্তার বাবু’ ও ‘সাজঘর’, এই দুটি ছবির ডাবিং বাকি রয়েছে তাঁর। এছাড়া এখনও পর্যন্ত চলতি বছরে নতুন কোনও বাংলা ছবির ঘোষণা করেননি বুম্বা দা। কিন্তু টলিপাড়ায় কান পাতলে শোনা যাচ্ছে এক অন্য খবর। অভিনেতা নাকি ভালো চিত্রনাট্য না হলে, কাজের জন্য সহজে রাজি হতে চাইছেন না তিনি।

তাহলে কি ব্যাপার? ইন্ডাস্ট্রি সূত্রে জানা যাচ্ছে যে গত বছর ‘জুবিলি’ এবং ‘স্কুপ’ ওয়েব সিরিজের মাধ্যমে নিজেকে নতুন করে জাতীয় স্তরে প্রতিষ্ঠা করেছেন প্রসেনজিৎ। আর তাই এখন তিনি বেছে কাজ করতে চাইছেন।   

এছাড়া সূত্র থেকে জানা গিয়েছে যে গত শনিবার অভিনেতা মুম্বই পাড়ি দিয়েছেন। পাশাপাশি হায়দ্রাবাদেও যাওয়ার কথা রয়েছে তাঁর। বর্তমানে তিনি নাকি নতুন হিন্দি প্রজেক্টের চিত্রনাট্য পড়তেই বেশি সময় দিতে চান।

অন্যদিকে জানা গিয়েছে যে ‘জুবিলি’র দ্বিতীয় সিজনের চিত্রনাট্যের কাজ শুরু হয়েছে। তবে, সেই সিজনেও প্রসেনজিৎ থাকবেন কি না, তা জানা যায়নি। এটা সবটাই সময় বলবে।

গত বছর পরিচালক প্রদীপ সরকারের প্রয়াণের পর শোনা গিয়েছিল যে অভিনেতা প্রয়াত পরিচালকের চিত্রনাট্যে কঙ্গনা রানাউতকে নিয়ে নটী বিনোদিনীর বায়োপিক পরিচালনা করতে পারেন। তবে এই বিষয়ে প্রসেনজিৎ এখনও পর্যন্ত কিছুই জানায় নি।

চলতি বছরে পুজোয় ‘টেক্কা’ নিয়ে আসছেন সৃজিত মুখোপাধ্যায়। সেখানে দেখা যাবে দেব, রুক্মিণী, স্বস্তিকা, পরমব্রত, জিশু সহ বহু তারকাদের। ফলে আপাতত, এটা দেখে বোঝাই গেল যে পুজোর ছবিতে থাকবেন না প্রসেনজিৎ। এই বিষয়টা এক প্রকার খুবই স্পষ্ট।

তবে, গুঞ্জনে কান পাতলে শোনা যাচ্ছে যে পরিচালক সৃজিত নাকি বুম্বাদে কে নিয়ে অন্য একটি ছবির পরিকল্পনা করেছেন। তবে সে ছবি চলতি বছরেই তৈরি হবে কি না, তা জানা যায়নি।

এটা শেয়ার করতে পারো

...

Loading...