স্নায়ুজনিত সমস্যায় নিউরো থেরাপি কেন জরুরি?

আনন্দলোক হসপিটালে গড়ে তোলা হয়েছে অত্যাধুনিক সুবিধা সম্পন্ন সিটি স্ক্যান ইউনিট। নিউরোপ্যাথির চিকিৎসাও এখানে বিশেষ যত্ন নিয়ে করা হয়।

জিই-১৬ স্লাইস, এই সিটি স্ক্যান মেশিন সদ্য লঞ্চ করা হয়েছে আনন্দলোক হাসপাতালে। একজন রোগীর সব ধরনের সেট আপ করা যায় এই মেশিনে। চেস্ট, আপার এবডোমিন, লোয়ার এবডোমিন, হোল এবডোমিন, সিটি স্ক্যান, সিটি স্ক্যান অফ ব্রেন, নেক টেস্ট করা যায়। অন্যান্য জায়গার তুলনায় অনেকটাই সুলভ মূল্যে মেলে এই পরিষেবা।

স্নায়ুজনিত সমস্যা থেকে সেরে উঠতে নিউরো থেরাপির চাহিদা দিনদিন বাড়ছে। আনন্দলোক হসপিটালে নিউরো থেরাপির সুবন্দোবস্ত আছে। কী এই নিউরো থেরাপি?

IMG-20230731-WA0012

স্নায়ুর সমস্যা সমাধানে নিউরো থেরাপি অতি জরুরি হয় উঠছে দিন দিন। মাইগ্রেন, মনে রাখার সমস্যা, স্পন্ডেলাইসিস, ব্যাক পেইন, নি পেইন, স্ট্রোকের ক্ষেত্রে এই পদ্ধতি প্রয়োগ করা হয়। কোন স্নায়ু চেপে গেছে, বোঝা যাচ্ছে না কী অবস্থায় আছে এরকম ক্ষেত্রে নিউরোথেরাপি করা হয়। রোগীর সমস্যা অনুযায়ী থেরাপি করা হয়। সাময়িক সুরাহা নয়, স্থায়ী নিরাময় করা হয়। কত দিনে সেরে উঠবেন রোগী, তা নির্ভর করে রোগের মাত্রার ওপর। স্নায়ুর সমস্যায় রোগীর শারীরিক ক্ষমতা কমার পাশাপাশি আত্মবিশ্বাসও হারিয়ে যাওয়ার আশঙ্কা থাকে। কিন্তু ধীরে ধীরে সেই সমস্যাও কাটিয়ে ওঠেন রোগীরা।

এটা শেয়ার করতে পারো

...

Loading...