হঠাৎ ম্যাচ ছেড়ে কেন চলে গেলো আর্জেন্টিনার লিওনেল মেসি?

গত সপ্তাহ থেকে ফিফা বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ  শুরু হয়ে গেছে।  ২২ তারিখ, অর্থাৎ আজকে মুখোমুখি হল ব্রাজিল বনাম আর্জেন্তিনা। গোটা গ্যালারি উত্তেজিত এবং উদগ্রীব হয়ে উঠেছিল। ব্রাজিল আর আর্জেন্টিনার খেলা মানেই উন্মাদনা থাকবেই।

কিন্তু আজকে হঠাৎ ঘটে গেলো এক ভয়ঙ্কর এবং ধুন্ধুমার কান্ড।

আজ খেলা ছিল মারাকানা স্টেডিয়ামে।  আর খেলা শুরু হওয়ার আগেই মাঠ ছাড়লেন আর্জেন্টিনার লিওনেল মেসি। কি হল মাঠের মাঝে?

processed-c1f59750-e86c-407f-987c-5bd67b6bb050_rMvKEDyF

ভারতীয় সময় অনুযায়ী আজকের ম্যাচ শুরু হওয়ার কথা ছিল সকাল ৬ টা থেকে। কিন্তু এই দুই চির প্রতিদ্বন্দ্বী দলের সমর্থকদের মধ্যে হঠাৎ এক গন্ডগোল শুরু হয়। তাই ৩০ মিনিট পিছিয়ে যায় ম্যাচ শুরু হতে।

দুই দেশের সমর্থকদের মধ্যে ঝামেলাটায় পুলিশি হস্তক্ষেপ হওয়ায় আরও বেড়ে যায় ঝামেলা। তারপর অশান্তি চলে যায় চরম জায়গায়।      

সেই সময় মাঠে দুই দেশের খেলোয়াড়রা জাতীয় সঙ্গীত গাওয়ার জন্য মাঠে দাঁড়িয়ে। আর ঠিক সেই সময় ক্যামেরার দেখা যায় গ্যালারির এক জায়গায় অশান্তি শুরু হয়েছে, সেটাকে বন্ধ করতে দেখা যায় পুলিশের লাঠি ধরার ছবি। পুলিশ দুই দেশের সমর্থকদের মধ্যে লাঠিচার্জ করতে শুরু করে এবং তারপর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

আর্জেন্তিনা সমর্থকদের লাঠিপেটা করতে শুরু করে পুলিশ আর এই দেখে লিওনেল মেসির দল স্বাভাবিকভাবেই ঘটনায় রাগ ধরে রাখতে পারেনি। তারপর তিনি কর্মকর্তা ও সতীর্থদের সঙ্গে কথা বলে  মাঠ ছাড়ার সিদ্ধান্ত নেন তিনি।

ক্ষুব্ধ মেসি তার টিমকে নিয়ে মাঠ ছেড়ে বেরিয়ে যাওয়ার কথা স্পষ্ট বলে দেন। তিনি বলেন, ‘আমরা খেলছি না, আমরা চলে যাচ্ছি।’

কিন্তু ব্রাজিলের টিম মাঠ ছেড়ে যাননি।  অন্যদিকে খেলার আধিকারিকরাও মাঠেই দাঁড়িয়েছিলেন। তাই আর্জেন্তিনা টিমের খেলোয়াড়রা শীঘ্রই মাঠে ফিরে আসেন খেলার জন্য।  তাই  সকাল সাড়ে ৬টা  থেকে শুরু হয় খেলা।

তবে এই অশান্তির জবাব মাঠেই দিয়েছে আর্জেন্টিনার দল। ম্যাচের প্রথমার্ধে গোলশূন্য থাকে দুই দল-ই। কিন্তু ম্যাচের দ্বিতীয়ার্ধে, ৬৩ মিনিটের মাথায় প্রথম গোল করে মেসির দল। এরপর ব্রাজিলের দল সেই গোলের কোনো সমতা আনতে পারেনি।

এটা শেয়ার করতে পারো

...

Loading...