রবিবার ভারত বনাম অস্ট্রেলিয়ার বিশ্বকাপ ফাইনাল, খেলার আগে সমাপ্তি অনুষ্ঠানের ব্যবস্থা!

২০২৩-এর ওয়ান ডে বিশ্বকাপের ফাইনাল হতে চলেছে দেশের মাটিতেই। এই খবর সবার জানা ছিল আগে থেকেই। কিন্তু চমক হল ফাইনালে দেখা যাবে ভারত দলকে। তাও আবার ২০ বছরের বদলার পেছনে ছুটবে তারা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে নামছে তারা।

তবে, ভারত বিশ্বকাপের ফাইনালে আবার খেলবে দেশের মাটিতে। কিছু জাঁকজমক তো থাকবেই। গত ৫ অক্টোবর বিশ্বকাপ ক্রিকেটের উদ্বোধন হয়েছিল আহমেদাবাদে। ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ডের খেলা দিয়ে শুরু হয়েছিল বিশ্বকাপ। কিন্তু সেই ম্যাচের আগে কোনও উদ্বোধনী অনুষ্ঠান রাখা হয়নি বরং গত ১৪ অক্টোবর ভারত-পাকিস্তান ম্যাচের আগে জাঁকজমক ভাবে সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়েছিল। সেখানে পারফর্ম করেছিলেন অরিজিৎ সিং, সুনিধি চৌহান, শঙ্কর মহাদেবনরা।

এবার জানা গিয়েছে, ভারত-অস্ট্রেলিয়া বিশ্বকাপ ফাইনালের আগে সমাপ্তি অনুষ্ঠানেও যথেষ্ট জাঁকজমকের ব্যাবস্থা করা হয়েছে।

AN_5591bimage_story

জান গিয়েছে যে প্রধান অতিথি হিসেবে বিশ্বকাপ ফাইনালে উপস্থিত থাকতে পারেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এছাড়া ফাইনাল দেখতে আমন্ত্রণ জানানো হয়েছে দেশের দুই পূর্বতন বিশ্বজয়ী ভারত অধিনায়ক কপিল দেব এবং মহেন্দ্র সিং ধোনিকে। অন্যদিকে, উপস্থিত থাকছেন শচীন তেণ্ডুলকর। সেমিফাইনালের গ্যালারীতে দেখা গিয়েছিল হার্দিক পাণ্ডিয়াকে। ফাইনালের গ্যালারীতেও দেখা যাবে তাঁকে।

অন্যদিকে, ভারত-পাকিস্তান ম্যাচের মতো এবারও সাংস্কৃতিক অনুষ্ঠানের বন্দোবস্ত রাখা হয়েছে। জানা গিয়েছে সেখানে পারফর্ম করবে বলিউড গায়ক প্রীতম। এছাড়া বিখ্যাত ব্রিটিশ গায়িকা ডুয়া লিপা আসছেন ভারতে। পারফর্ম করবেন তিনিও। তবে,  সমাপ্তি অনুষ্ঠানের সেরা আকর্ষণ হতে চলেছে ভারতীয় বায়ুসেনার ‘সূর্যকিরণ অ্যারোবেটিক টিমের’ শো। ‘সূর্যকিরণ অ্যারোবেটিক টিম’ দেশজুড়ে নানাবিধ ‘এয়ার শো’ করে থাকে এবং আকাশে নানাবিধ ফর্মেশন সৃষ্টি করে। তাদের ন’টা বিমান আছে। বিশ্বকাপ ফাইনাল শুরুর আগে দশ মিনিট পারফর্ম করবে ‘সূর্যকিরণ অ্যারোবেটিক টিম’।

জানা গিয়েছে, শুক্রবার এই টিমের মহড়া শুরু হয়ে যাবে। একদিকে ভারত-অস্ট্রেলিয়ার ফাইনাল আবার অন্যদিকে জাঁকজমক অনুষ্ঠান। আলাদাই ব্যাপার হতে চলেছে সেদিন!  

এটা শেয়ার করতে পারো

...

Loading...