লাগে টাকা দেবে গৌরী সেন

১৫৮০ সালে হুগলী জেলার ব্যান্ডেল চার্চের কাছে বালি মোড়ে জন্মগ্রহন করেন নন্দরাম সেনের ছেলে৷ পারিবারিক আমদানী — রপ্তানীর ব্যবসা থেকে জীবনে যেমন প্রচুর অর্থ উপার্জন করেছিলেন, তেমনই গরীব — দুঃখী সাধারন মানুষের জন্য প্রচুর অর্থ দান — ধ্যানও করেন৷ শোনা যায় কেও কখনও এনার কাছে সাহায্য চেয়ে খালি হাতে ফিরে যান নি৷ প্রচুর মানুষ আজও বিশ্বাস করে হুগলী জেলার গৌরীশংকর শিব মন্দির তারই দ্বারা প্রতিষ্টিত৷কোলকাতার বেলগাছিয়ায় তাঁর উত্তরসূরীর একটি বাড়ি আজও অক্ষত৷ শোনা যায় কোলকাতা মেট্রো বেলগাছিয়ায় তারই জমির উপর দিয়ে তৈরী৷ এই বাঙালী ব্যবসায়ীকে নিয়ে একটি বিখ্যাত প্রবাদ বাক্য আছে " লাগে টাকা দেবে গৌরী সেন "৷

You can share this post!

...

Loading...