Bengali Cinema: ‘রঘু ডাকাত’ -এর টেকনিশিয়ান টিমের জন্য বড়ো উদ্যোগ নির্মাতাদের, টিকিট বিক্রির টাকা তুলে দেওয়া হবে তাদের হাতে!

আসন্ন সিনেমা ‘রঘু ডাকাত’(Raghu Dakat) -এর ট্রেলার লঞ্চ ইভেন্টে, তাদের জন্য এক নতুন উদ্যোগ নিয়েছেন এই সিনেমা নির্মাতাগণ। নির্মাতারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য টিকিটের ব্যবস্থা করেছেন। ট্রেলার লঞ্চের এই টিকিটের জন্য সংগৃহীত টাকাটি তুলে দেওয়া হবে এই সিনেমার সঙ্গে যুক্ত সমস্ত টেকনিশিয়ানদের কাছে।

Loading...