ভৌতিক আবহে অপরাধবোধ আর শ্রেণীভেদের গল্প বলবেন পরিচালক অরুণাভ খাসনবিশ। আসছে তাঁর পরিচালিত স্বল্পদৈঘ্যের ছবি 'আমিষ' (Amish)। ভৌতিক আবহে জড়িয়ে আছে অপরাধবোধ, শ্রেণীভেদ আর অতিপ্রাকৃত প্রতিশোধের গল্প।
২০ জুন শুক্রবার মুক্তি পেয়েছে আমির খান অভিনীত এবং প্রযোজিত ‘তারে জমিন পর’-এর ‘স্পিরিচুয়াল সিক্যুয়েল’ ‘সিতারে জ়মিন পর’। ছবি মুক্তির দিন অর্থাৎ শুক্রবার এই সিনেমা বক্স অফিসে ভালো ফল করেনি। কিন্তু উইকেন্ড শেষ হতেই চিত্রটা বদলে গিয়েছে।