সামনেই শিবরাত্রি! জেনে নিন মহাদেব কোন ফুলে তুষ্ট হবেন আর কোন ফুলে হবেন না

ভগবান শিবকে তন্ত্র-মন্ত্রের প্রধান দেবতা বলা হয়। শাস্ত্রে লেখা আছে যে পৃথিবীতে যখনই অধর্ম বেড়ে যায়, তখনই ধর্ম রক্ষার জন্য ভগবান শিব মর্ত্যে আগমন করেন। দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ পেলে যে কারও জীবন ধন্য হয়ে যায়। তাই তিনি দেবাদিদেব মহাদেব। ত্রিলোকনাথ পরমেশ। তাঁর চেয়ে শ্রেষ্ঠ কেউ নয়।

আর কিছুদিন বাদেই রয়েছে শিবরাত্রি। এই দিনকে বলা হয় শিবের রাত্রি। পৌরাণিক মতে এই তিথিতে ভগবান শিবের সাথে পার্বতীর বিয়ে হয়েছিল। প্রতি বছর ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে শিবরাত্রি পালন করা হয়।  

পঞ্জিকা মতে বলা হচ্ছে, ফাল্গুনের তিথি অনুসারে এই বছর, ৮ মার্চ শিবরাত্রির তিথি শুরু হচ্ছে। আর সেই তিথি শেষ হচ্ছে, ৯ মার্চ। এই তিথির সময় অনুযায়ী, ৮ মার্চ রাত ৯ টা ৫৭ মিনিটে শুরু হচ্ছে, মহাশিবরাত্রির তিথি। আর তা শেষ হচ্ছে, ৯ মার্চ সন্ধ্যে ৬টা ১৭ মিনিটে।  

image_2024_02_23T06_52_49_697Z

কথিত রয়েছে যে কৈলাসে থাকেন স্বয়ং ভোলানাথ। তবে, তাঁকে তুষ্ট করা মোটেই সহজ কাজ নয়। ভগবান শিবের আশীর্বাদ লাভের জন্য অনেকেই মহাদেবের আরাধনা করেন। ঘরে শিবলিঙ্গ বা শিবের ছবি রেখে ভক্তি ভরে পুজো করলেও ফল পাওয়া যায়।

মহাদেব সব ফুলে তুষ্ট হন না। তাই, এই শিবরাত্রির আগেই জেনে নিন শিবের পুজোয় কোন ফুল লাগে

  • প্রথমে, শিবের পুজোয় বেলপাতা লাগবেই। শিবকে রোজ বেলপাতা অর্পণ করলে শুভ ফল পাওয়া যায়। তবে, বেলপাতা যেন ছেঁড়া না হয়।
  • এরপরে জ্যোতিষ মতে শোনা যায় যে শিবের পুজোয় ধুতরো ফুল ব্যবহার করা শুভ।
  • এছাড়া, মহাদেবকে আকন্দ ফুল অর্পণ করা যেতে পারে। এতে শুভ বলে মনে করা হয়।

এবার জেনে নিন কোন ফুল দেবেন না মহাদেবকে?

  • প্রথমেই আসা যাক, কখনওই শিবকে কলকে ফুল দেওয়া উচিত নয়।
  • এরপর, কেতকী ফুল শিবপুজোয় দেওয়া একেবারেই উচিত নয়।
  • এছাড়া শিবের পুজোয় ভুল করেও কোনওদিন তুলসি পাতা দেবেন না।

এবার জেনে নিন কী করলে তুষ্ট হবেন স্বয়ং মহাদেব?

  • জানা গিয়েছে যে প্রতিদিন ৫টি করে চাল শিবলিঙ্গে নিবেদন করুন। এতে ভগবান শিবের আশীর্বাদ লাভ করা যায়। ফলে জীবনে কখনও অর্থাভাব হয় না।
  • এরপরে জ্যোতিষ মতে শোনা যায় প্রতি সোমবার শিবলিঙ্গে কাঁচা চাল নিবেদন করলে মনোবাসনা পূর্ণ হবে। এমনটাই সবার বিশ্বাস। এছাড়া প্রতি সোমবার শিবের আরাধনা করলে ফল পাওয়া যায়।
  • এছাড়া ১১ মুঠি অখণ্ড কাঁচা চাল শিবলিঙ্গে নিবেদন করলেও আপনি উপকার পাবেন। তবে, সেই পুজো শেষ হলে এই চাল কোনও দরিদ্র কাউকে দান করুন।
  • আপনি যদি রোজ শিবলিঙ্গে ৫টি করে চাল নিবেদন করেন তাহলে হর-গৌরীর আশীর্বাদ পাবেন। ফলে শিব-পার্বতীর আশীর্বাদে সংসারে সুখ-সমৃদ্ধি আসবে বলেই বিশ্বাস।

এটা শেয়ার করতে পারো

...

Loading...