২০২৪-২৫ অর্থবর্ষে ধান উৎপাদনে দেশের মধ্যে শীর্ষস্থান দখল করল পশ্চিমবঙ্গ। কৃষি দফতরের পরিসংখ্যান অনুযায়ী, এই অর্থবর্ষে রাজ্যে মোট ২৫৬.৫৩ লক্ষ মেট্রিক টন ধান উৎপাদন হয়েছে। এর আগের কোনও অর্থবর্ষে এত পরিমাণ ধান উৎপাদন হয়নি বাংলায়। ২০২১-২২ অর্থবর্ষে ২৫৩.৬৬ লক্ষ মেট্রিক টন ধান উৎপাদন হয়েছিল বাংলায়। এই অর্থবর্ষ সেই সংখ্যাকেও ছাপিয়ে গিয়েছে।
দফতর সূত্রে জানা গিয়েছে, খরিফ মরশুমে রাজ্যে ১৮১.৩৫ লক্ষ মেট্রিক টন ধান উৎপন্ন হয়েছে। অন্যদিকে, বোরো মরশুমে উৎপাদন হয়েছে ৭৫.১৮ লক্ষ মেট্রিক টন। এই দুই পরিসংখ্যান মিলিয়ে এই বছরে ধান উৎপাদনের পরিমাণ পৌঁছেছে ২৫৬.৫৩ লক্ষ মেট্রিক টনে।
এবিষয়ে রাজ্যের কৃষি দফতর জানিয়েছে, রাজ্যজুড়ে বিভিন্ন কৃষকমুখী প্রকল্প ও আধুনিক কৃষি প্রযুক্তির প্রয়োগের জেরেই এই সাফল্য এসেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে রাজ্যের এই সাফল্যের কথা জানিয়েছেন।
সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, “পশ্চিমবঙ্গ কৃষি উৎপাদনের ক্ষেত্রে এক ঐতিহাসিক মাইলফলক অর্জন করেছে। ২০২৪-২৫ অর্থবছরে কৃষকরা ২৫৬.৫৩ লক্ষ মেট্রিক টন ধান উৎপাদন করেছেন, যা এক বছরে এখনও পর্যন্ত সর্বোচ্চ রেকর্ড। এই সাফল্য আবারও প্রমাণ করে দেয় যে ধান উৎপাদনে দেশের মধ্যে পশ্চিমবঙ্গই শীর্ষস্থানীয় রাজ্য।”