প্রায় ৩৭ দিন ধরে হাসপাতালে ভর্তি টলিপাড়ার বর্ষীয়ান অভিনেতা পার্থসারথি দেব! কি হয়েছে তাঁর?

গুরুতর অসুস্থ টলিপাড়ার বর্ষীয়ান অভিনেতা পার্থসারথি দেব। জানা গিয়েছে যে সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি অভিনেতা।

টলিপাড়ার অতি পরিচিত অভিনেতা তিনি। হঠাৎ কি হল তাঁর? ইন্ডাস্ট্রি সূত্রে জানা গিয়েছে যে বিগত এক মাস অর্থাৎ ৩৭ দিন ধরে দক্ষিণ কলকাতার এম আর বাঙ্গুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৬৮ বছর বয়সি বর্ষীয়ান অভিনেতা। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ভেন্টিলেশনে রাখা হয়েছে তাঁকে। 

অভিনেতার অসুস্থতার বিষয়ে সংবাদমাধ্যমে অভিনেতা বাপি দাস জানিয়েছেন যে চলতি বছরের, ৯ ফেব্রুয়ারি থেকে হাসপাতালে ভর্তি রয়েছেন পার্থসারথি। তিনি দীর্ঘদিন ধরে সিওপিডির সমস্যায় ভুগছিলেন। এছাড়া ফুসফুসে সংক্রমণ রয়েছে এবং নিউমোনিয়া অসুখেও ভুগছেন। অভিনেতা বাপি জানিয়েছেন যে বর্তমানে অভিনেতা পার্থসারথি (দাদা) সকলকেই চিনতে পারছেন এবং লড়াই চালিয়ে যাচ্ছেন।

image_2024_03_18T10_10_16_179Z

অন্যদিকে, ‘আর্টিস্টস’ ফোরামের (ওয়েস্ট বেঙ্গল মোশন পিকচার আর্টিস্টস' ফোরাম) তরফে জয়েন্ট সেক্রেটারি তথা অভিনেতা দিগন্ত বাগচি সংবাদমাধ্যমে জানিয়েছেন যে শুরুতে দিন পাঁচেক ধরে (পার্থদা) অর্থাৎ অভিনেতার কাশি হচ্ছিল। তিনি নিজেও নাকি হাসপাতালে ভর্তি হতে চাইছিলেন না। সকলে জোর করে ভর্তি করান। আর তারপর থেকেই পরিস্থিতি আরও খারাপ হতে শুরু করে। ফোরামের তরফে সকলেই সাধ্যমতো চেষ্টা করছেন।

টলিপাড়ায় অভিনেতার অসুস্থতার খবর প্রকাশ্যে আসতেই উদ্বিগ্ন সমস্ত সহকর্মীরা। তাঁর দ্রুত আরোগ্য কামনা করছেন সকলেই।

এর আগে ২০২১ সালে করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে বেশ কিছু দিন ভর্তি ছিলেন বর্ষীয়ান অভিনেতা পার্থসারথি।

সিনেমা জগতে প্রায় ২০০টিরও বেশি ছবিতে কাজ করেছেন অভিনেতা। যেমন ‘কাকাবাবু হেরে গেলেন’, ‘লাঠি’, ‘প্রেম আমার’ মতন একাধিক জনপ্রিয় বাংলা ছবিতে অভিনয় করেছেন পার্থসারথি। শুধু বড়পর্দা নয়, ছোট পর্দাতেও বেশ জনপ্রিয় তিনি। তার মধ্যে জনপ্রিয় হল ‘সত্যজিতের গপ্পো’ সিরিজ। এছাড়া নাটকের মঞ্চ মাতিয়েও সকলের মন জয় করেছেন বর্ষীয়ান অভিনেতা। গত বছর ‘বগলা মামা যুগ যুগ জিও’ ও ‘রক্তবীজ’ ছবিতে দেখা গিয়েছিল তাঁকে।

জানা গিয়েছে যে সম্প্রতি স্ত্রীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয়েছে পার্থসারথির। ফলে, এখন একাই থাকেন তিনি। বিগত কয়েক বছর সিরিয়াল জগৎ থেকে বেশ দূরেই রয়েছেন তিনি। তবে, তাঁর বেশ কিছু ছবির ডাবিং এখনও বাকি রয়েছে।

এটা শেয়ার করতে পারো

...

Loading...