Bengali serial trp this week: কোন ধারাবাহিক ‘জগদ্ধাত্রী’কে পাঠিয়ে দিল দ্বিতীয় স্থানে! এই সপ্তাহের টিআরপি তালিকায় কে কোথায় রয়েছেন?

মার্চ মাসের প্রথম বৃহস্পতিবার ছিল গতকাল। ফলে, সকলের সাম্নেই প্রকাশ্যে এল টলিপাড়ার সিরিয়ালের সাপ্তাহিক টিআরপি ফলাফল। এই দিনটার জন্য শুধু ধারাবাহিকের অভিনেতারা অপেক্ষায় থাকেন না, বরং থাকে সমস্ত অনুরাগীরাও।

বেশ কয়েক সপ্তাহ ধরে প্রথম স্থানটিকে আঁকড়ে ধরে ছিল জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘জগদ্ধাত্রী’। প্রায় দুবছরের এই ধারাবাহিক এখন সকলের মনে বসে গিয়েছে।

এই নতুন মাসে প্রথম স্থানটি একটু আলগা হয়ে গিয়েছে ‘জগদ্ধাত্রী’র কাছ থেকে। বদল হয়েছে স্থান, এল নতুন এক ধারাবাহিক। কে এল শীর্ষস্থানে?  দেখা গিয়েছে যে এই সপ্তাহে জগদ্ধাত্রীকে টপকে শীর্ষস্থানে পৌঁছে গিয়েছে ‘নিম ফুলের মধু’। বোঝাই যাচ্ছে যে পর্ণা আর সৃজনের গোয়েন্দাগিরি দেখতে বেশ উত্তেজিত সকল দর্শকেরা। এই সপ্তাহে ‘নিম ফুলের মধু’ নম্বর পেয়েছে ৮.৭।

তবে, অল্প নম্বরের ফারাকেই দ্বিতীয় স্থানে পৌঁছে গিয়েছে ‘জগদ্ধাত্রী’। এই সপ্তাহে জ্যাস সান্যাল এবং স্বয়ম্ভূ জুটি পেল ৮.৬ নম্বর। গত সপ্তাহের মতোই এবারেও ৮.৩ পেয়ে তৃতীয় স্থানে রইল ‘ফুলকি‘। চতুর্থ স্থানে ৭.৮ নম্বর পেয়ে রয়েছে ‘গীতা এলএলবি’। আর পঞ্চম স্থানে রয়েছে শ্যামলী ও অনিকেত। এই সপ্তাহে ‘কোন গোপনে মন ভেসেছে’ পেয়েছে ৭.৮।

image_2024_03_08T10_11_24_429Z

অন্যদিকে, গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহের ‘টিআরপি’ তালিকায় বাকি সমস্ত সিরিয়ালের নম্বর বেড়েছে। যেমন গত সপ্তাহে স্টার জলসার ‘অনুরাগের ছোঁয়া’ পেয়েছিল ৬.৩। এই সপ্তাহে সেই নম্বর বেশি না বাড়লেও একটু বেড়ে নম্বর পেয়েছে ৬.৫।

এই সপ্তাহে কোন কোন স্থান অর্জন করল বাকি ধারাবাহিকগুলি? এক ঝলকে দেখে নিন —

কথা – এই সপ্তাহে পেয়েছে ৭.২।

কার কাছে কই মনের কথা - এই সপ্তাহে পেয়েছে ৭.১

অনুরাগের ছোঁ য়া - এই সপ্তাহে পেয়েছে ৬.৩

সন্ধ্যাতারা - এই সপ্তাহে পেয়েছে ৬.৪

আলোর কোলে - এই সপ্তাহে পেয়েছে ৫.৯

তোমাদের রানী – এই সপ্তাহে পেয়েছে ৫.৭

তুমি আশেপাশে থাকলে - এই সপ্তাহে পেয়েছে ৫.৬

জল থই থই ভালোবাসা - এই সপ্তাহে পেয়েছে ৫.৫

লাভ বিয়ে আজকাল - এই সপ্তাহে পেয়েছে ৫.৩

এটা শেয়ার করতে পারো

...

Loading...