লোভ, প্রতারণায় জর্জরিত রোমহর্ষক ‘৩৬ ঘন্টা’য় কৌশিক রায়

নীহার ব্যবসায়ী। প্রচন্ড আর্থিক সমস্যার মধ্যে পড়ে অনেক টাকা লোন নেয় সে। সমস্যা পড়ে যখন শেয়ার মার্কেটে ধস নামার কারণে সব টাকা ডুবে যায়। পাওনাদারদের লাগাতার চাপে অগত্যা এক পার্টনারের কাছে যায় টাকা জোগাড় করতে নীহার। রাস্তায় কাকতালীয় ভাবে সে একটি গাড়ি দেখতে পায়।

সেই গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়েছিল। গাড়ির ডিকিতে বেশ কিছু টাকা দেখতে পেয়ে নীহার লোভ সামলাতে না পেরে সেইগুলি আত্মসাৎ করে। কিন্তু ভাগ্যের পরিহাসে তার রাস্তা গুলিয়ে যায়। একটি জঙ্গলে আশ্রয় নেয়। সে বুঝতে পারেনি যে এই টাকার জন্যেই ধীরে ধীরে সে জড়িয়ে পড়বে এক রাজনৈতিক জালে এবং ঘটনাক্রম নীহারকে কোন দিকে নিয়ে যায় তাই নিয়েই গল্প- ৩৬ ঘণ্টা।সম্প্রতি সামনে এল প্রথম ঝলক ও টিজার পোস্টার।  

লোভ, প্রতারণা আর বিফলতায় জর্জরিত এক রোমহর্ষক থ্রিলার  ৩৬ ঘন্টা। লোভের মায়াজাল থেকে কি নিস্তার পাওয়া যাবে? ঘুরবে কি নীহারের পরিবারের ভাগ্যচক্র? এই সব প্রশ্নের উত্তর পাওয়া যাবে এই জানুয়ারিতে Klikk OTT তে।   

এই থ্রিলারে দেখা যাবে মুখ্য চরিত্রে দেখা যাবে কৌশিক রায়কে। ক্লিকের সঙ্গে এই প্রথম কাজ করতে চলেছেন তিনি। এছাড়াও আছেন প্লাবন বসু, রিয়া গাঙ্গুলি, দেবশ্রী রায়, সোমনাথ চক্রবর্তী প্রমুখ।

জন হালদারের পরিচালনা ও প্রযোজনায় আসছে নতুন ওয়েব সিরিজ় ৩৬ ঘন্টা। গল্পও তাঁরই। চিত্রনাট্য ও সংলাপে সঞ্জয় ভট্টাচার্য। ক্রিয়েটিভ প্রোডিউসার প্লাবন বসু।

এটা শেয়ার করতে পারো

...

Loading...