পাট শিল্পকে বাঁচিয়ে রাখার এক অভিনব ভাবনা এবারের দুর্গা পুজোর থিম!

নিজেদের দৃষ্টি না থাকলেও, মায়ের চক্ষু দান করল ওরাই। এখান থেকেই এল নয়া এক ভাবনা। বাগুইআটি রেলপুকুর ইউনাইটেড ক্লাবের এবছর ৭০ তম বর্ষে পা দিল। তাঁদের এবারের ভাবনা হল ‘অপরাজিত’। পশ্চিমবঙ্গের গ্রাম বাংলার অন্যতম পাট শিল্পকে বাঁচিয়ে রাখার কথাই তুলে ধরেছে শিল্পীরা।

এক সময় পাট ব্যবহার করেই তৈরি হতো নানা জিনিস, তবে এখন সেটা খুবই কম দেখা যায়। বন্ধ হয়ে গিয়েছে বহু পাটকল। তাই, থিম শিল্পী সন্দীপ মুখোপাধ্যায় এই অভিনব ভাবনা ভেবেছে। মৃতপ্রায় পাট শিল্পকে আবার জন্ম দেওয়ার চেষ্টা করেছে। গোটা মণ্ডপ সেজে উঠেছে পাট দিয়ে।

পাশাপাশি, শিল্পী সন্দীপ এক অন্য পরিবেশ সচেতনতা বার্তাও দিয়েছে। পাট ব্যবহারের করলে যে দূষণমুক্ত সমাজ গড়ে উঠবে, সেদিকেই নির্দেশ করছে এবারের পুজোর থিম।

জানা গিয়েছে, প্রায় ৭৫ শতাংশ প্যান্ডেল তৈরির কাজ শেষ হয়ে গিয়েছে, এখন শুধু চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।

জানা গিয়েছে, বিশেষ আলোকসজ্জায় মণ্ডপ সাজিয়ে তোলার দায়িত্বে রয়েছেন প্রবাল বন্দ্যোপাধ্যায়।

শিল্পী জানান যে প্রতিমাতেও রয়েছে বিশেষ চমক। গাছের বিভিন্ন অংশকে কাজে লাগিয়ে তৈরি করা হয়েছে মা দুর্গাকে। গাছের শিকড়, গাছের আঠা, গাছের ছাল সব কিছু দিয়ে সৃষ্টি করা হয়েছে এবারের মা দুর্গাকে।

জানা গিয়েছে, সেগুন থেকে চন্দন বিভিন্ন রকমের কাঠ দিয়ে প্রতিমাকে বানানো হয়েছে। প্রতিমাতে কোনো রকম কৃত্রিম রং ব্যাবহার করা হয়েনি। মায়ের শাড়ি থেকে শুরু করে গয়না সবকিছুই তৈরি এক একটি গাছের অংশ থেকে। শিল্পীদের মতে, প্রতিমার আনুমানিক ওজন প্রায় ৫০০ কিলো।

পুজো উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে যে এদিন দৃষ্টিহীনদের হাতেই মায়ের চক্ষুদান করার মধ্যে দিয়ে এক অভিনব বার্তা তুলে ধরা হয়েছে। উদ্যোক্তারা এমন অভিনব ভাবনা দিয়ে জানিয়েছেন যে সাধারণ মানুষের সাথেই দৃষ্টিহীন মানুষদের মধ্যে পুজোর অনুভূতি আরও দ্বিগুণ ভাবে ছড়িয়ে দিতে চায়।

এই পুজো মন্ডপের প্রতিমা গড়েছেন শিল্পী উৎপল ঘোষ। এদিন চক্ষুদান উপলক্ষে বিশেষ আলতা সিঁদুর পড়ার প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। সকল বয়সের মেয়েরা আগমনীর সাজে অংশ নিয়েছিলেন এই অনুষ্ঠানে।

ক্লাব উদ্যোক্তাদের তরফ থেকে জানা যায়, এবারের পুজো উপলক্ষে অষ্টমীতে প্রায় ৫০০০ মানুষের ভোগ খাওয়ারও বন্দোবস্ত করা হচ্ছে। তবে রেলপুকুর ইউনাইটেড ক্লাব, এদিন দৃষ্টিহীন যুবকদের হাতেই মায়ের চক্ষুদান করে এক বিশেষ নজর কাড়লো।

এবারের ঠাকুর দেখার তালিকায় চটপট এই ক্লাবের নাম যোগ করে নিন।

এটা শেয়ার করতে পারো

...

Loading...