আজ থেকে রাজ্যে শুরু অমৃত ভারত এক্সপ্রেস, কি কি সুবিধা পাবে রেলযাত্রীরা?

নতুন বছর আসতে আর মাত্র ২ দিন। কিন্তু, নব বর্ষের আগেই পশ্চিমবঙ্গের মানুষজনকে দেওয়া হচ্ছে একটা নতুন উপহার। কি সেই উপহার?

জানা যাচ্ছে যে এবার আরও কম সময়ে রেলপথ ধরেই পৌঁছে যাবেন দক্ষিণ ভারতের বেঙ্গালুরুতে। রেল কর্তৃপক্ষ এবার রাজ্যকে ‘দ্বিতীয় অমৃত ভারত এক্সপ্রেস’ দিচ্ছে। যাত্রীদের সুবিধার কথা ভেবেই এই সিদ্ধান্তে এসেছে।

আরও জানা গিয়েছে যে এই অমৃত ভারত এক্সপ্রেস ভারতীয় রেলওয়ে দ্বারা পরিচালিত  ‘নো-ফ্রিলস’ সুপারফাস্ট এক্সপ্রেস পরিষেবা। এই ট্রেনের  গতিবেগ ঘন্টায় ১৩০ কিলোমিটার।

এছাড়া জানা গিয়েছে যে এই ট্রেনে সব মিলিয়ে মোট ২২টি কামরা থাকবে। যার মধ্যে ৮টি সাধারণ কামরা থাকবে এবং বাকি কোচগুলি হবে স্লিপার।

এছাড়া যাত্রীদের  স্বাচ্ছন্দ্যের জন্য থাকছে আধুনিক নানা সুবিধা। যেমন প্রতিটি কোচে থাকছে সিসিটিভি ক্যামেরা, ডিজিটাল ডিসপ্লে বোর্ড, পর্যাপ্ত চার্জিং পয়েন্ট, আধুনিক শৌচালয়, ফ্যান এবং সুইচগুলি আধুনিক ডিজাইনে থাকবে। প্রতিটি আসনের জন্য একটি মোবাইল চার্জিং পয়েন্টও দেওয়া থাকবে সহ বহু সুবিধা থাকবে এই ট্রেনে।

তবে আপাতত জানা গিয়েছে যে এই ট্রেনে কোনওরকম শীততাপ নিয়ন্ত্রিত কোচ থাকবে না।

জানা গিয়েছে, ট্রেনটিতে চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস দ্বারা নির্মিত ২টি লোকোমোটিভ রয়েছে এবং প্রায় ১৮০০ জন যাত্রীকে পরিষেবা দেবে ট্রেনটি । এছাড়া জানা গিয়েছে যে এই ট্রেনে ১ কিলোমিটার থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত যাত্রার জন্য রিজার্ভেশন ফি এবং অন্যান্য চার্জ বাদ দিয়ে দ্বিতীয় শ্রেণির অসংরক্ষিত আসনের ন্যূনতম টিকিট মূল্য মাত্র ৩৫ টাকা।

এটা শেয়ার করতে পারো

...

Loading...