সত্যি কি করোনার নতুন ভ্যারিয়েন্ট খুবই ভয়ংকর হতে চলেছে? কি বলছেন ড: সৌম্যা স্বামীনাথন?

করোনার আতঙ্ক থেকে বেরোতে না বেরোতেই ফের করোনার কবলে পড়ছে দেশ। আতঙ্ক বাড়ছে সকলের মধ্যে। এখনও কোভিডের সেই ভয়াবহ মহামারীর ক্ষত কাটিয়ে উঠতে পারেনি বিশ্বের বহু মানুষ। তার মধ্যেই আবার হানা দিচ্ছে সেই আতঙ্ক।

করোনার ভাইরাসের নতুন সাব-ভ্যারিয়েন্ট জেএন-১(JN.1)-এর হঠাৎ করে বাড়তে শুরু করেছে দেশে। ফের নতুন করে করোনায় আক্রান্ত হতে শুরু করেছে দেশবাসী। জানা গিয়েছে যে গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্তের সংখ্যা ঠিকেছে ৬০০-রও বেশি।

ভয় হচ্ছে! আবার কি সেই দিন ফিরে আসবে? কীভাবে বাঁচবেন করোনার এই নতুন সাব-ভ্যারিয়েন্টেরথেকে? এই সময় কি করা উচিত আর কি নয়?

WhatsApp Image 2023-12-23 at 13.48.57

ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)-এর প্রাক্তন ডিজি ড: সৌম্যা স্বামীনাথন এক সংবাদ মাধ্যমে দিলেন বিশেষ পরামর্শ। তিনি নির্দেশ দিলেন যে এই সময়ে আবার ফিরতে হবে পুরোনো দিনের সেই নিয়মে। তবে তিনি সকলকে আতঙ্কিত না হতে পরামর্শ দিলেন।

তিনি বললেন যে সকলকেই এই সময়ে সতর্ক থাকতে হবে। আতঙ্ক হওয়ার কিছু নেই। কারণ এই ভ্যারিয়েন্ট জেএন-১ আগের ভ্যারিয়েন্টের থেকে কতটা শক্তিশালী, তা জানা যায়নি।তবে, এর থেকে নিউমোনিয়া আরও বাড়বে।তাই তিনি উপদেশ দিলেন যে কিছু সাধারণ সতর্কতার নিয়মগুলি মেনে চললেই হবে।

ডঃ স্বামীনাথন এদিন পুরোনো সেই নিয়মগুলি আরও একবার সকলকে মনে করিয়ে দিলেন। তিনি বললেন যে এখন সকল দেশবাসী ওমিক্রনের সঙ্গে পরিচিত। এই ভ্যারিয়েন্টও সেই পরিবারের থেকেই এসেছে।তাই খুব বেশী বধল নেই। কিন্তু ১ কিংবা ২ টি নতুন তৈরি হয়ছে। তাই ‘হু’ সংস্থা এই ভাইরাসের ওপর বেশ নজর রাখছে। তবে, এই ভ্যারিয়েন্ট নিয়ে অতিরিক্তি ভয় পাওয়ার মতো কিছুই নেই।

এটা শেয়ার করতে পারো

...

Loading...