Tata Motors Range Rover: এবার ভারতে রেঞ্জ রোভার তৈরি করবে টাটা মোটরস, দাম কমবে এই গাড়িগুলির

খুব শ্রীঘ্রই ভারতে তৈরি হতে চলেছে রেঞ্জ রোভারের মতন বিলাসবহুল গাড়ি। টাটা মোটরসের সৌজন্যেই এই গাড়ি তৈরি হবে। ফলে, অনেকটাই দাম কমে যাবে জাগুয়ার ল্যান্ড রোভারের মতন গাড়িগুলি। সেই অর্থে বলতে গেলে, টাটা গোষ্ঠীর অধিগৃহীত ব্রিটিশ ব্র্যান্ডটির ‘মেক ইন ইন্ডিয়া’ সংস্করণ বের হতে চলেছে।

এই প্রথমবার ব্রিটেনের বাইপা পা রাখার সিদ্ধান্ত নিয়েছে টাটা মোটরসের মালিকানাধীন ব্রিটিশ অটোমোবাইল ব্র্যান্ড জাগুয়ার ল্যান্ড রোভার। এবার ভারতে তৈরি হবে রেঞ্জ রোভার। এতদিন পর্যন্ত রেঞ্জ রোভার ব্রিটেনে তৈরি হত এবং তারপর সেই গাড়িগুলি সারা বিশ্বে রফতানি করা হত। আর টাটা মোটরসের মালিকাধীন হওয়ার কারণে ভারতে এই গাড়িটি বেশ ব্য্যবহুল। ফলে, এখন থেকে দেশে এই গাড়ির উৎপাদন শুরু হলে এর দাম তো কমবেই! প্রায় ২০ শতাংশ কমবে রেঞ্জ রোভারের দাম, এমনই শোনা যাচ্ছে!

তাহলে মনে প্রশ্ন উঠছেই যে কত দাম কমবে এই রেঞ্জ রোভারের? চলুন জেনে নেওয়া যাক —

ভারতে রেঞ্জ রোভারের মডেলের দাম শুরু হয় ৬৮ লক্ষ টাকা থেকে। সেটা পরবর্তীকালে ৪.৫ কোটি টাকা পর্যন্ত যাত। তাহলে ভাবুন তো, যদি ২০% কমে যায় এই দাম, তাহলে এই মডেলগুলির দাম হবে ১৫ থেকে ৯০ লক্ষ টাকার মধ্যে।

জাগুয়ার ল্যান্ড রোভারের মতে জানা গিয়েছে যে এটি পুনে প্ল্যান্টে সমস্ত রেঞ্জ রোভার মডেল এসেম্বল করা শুরু করবে। এরপরে গাড়ির দাম ১৮ থেকে ২২% পর্যন্ত কমতে পারে। এই বিষয়ে সংস্থা জানিয়েছে যে রেঞ্জ রোভার স্পোর্টের ডেলিভারিও এই বছরের আগস্ট থেকে শুরু হতে পারে।

এই প্রসঙ্গে টাটা গ্রুপের চেয়ারম্যান এন. চন্দ্রশেকরণ বলেছেন যে দেশে জাগুয়ার ল্যান্ড রোভারের উৎপাদন শুরু করা মানেই প্রতি মানুষের আস্থা আরও বাড়বে। ফলে, এটি হল তাঁদের জন্য একটা বিশেষ সময়। তিনি আরও জানিয়েছেন যে দেশে রেঞ্জ রোভার উৎপাদন শুরু করতে পেরে তাঁরা গর্বিত। তাঁরা আশাবাদী যে ভারতে উৎপাদন শুরু হওয়ার পর রেঞ্জ রোভারের বিক্রি আরও বাড়বে।

অন্যদিকে, জাগুয়ার ল্যান্ড রোভার ইন্ডিয়ান এম ডি রাজন আম্বা বলেছেন যে এটি হল একটা বড় পদক্ষেপ। এই প্রথমবার ব্রিটেনের বাইরে উৎপাদন শুরু করতে যাচ্ছে JLR। কম দাম মানে গ্রাহকদের কাছে পৌঁছাতে আরও সাহায্য করবে। প্রায় ৫৪ বছর ধরে ভালো পারফর্ম করছে রেঞ্জ রোভার সিরিজটি। ফলে, এই সিদ্ধান্তে বোঝাই যাচ্ছে যে ভারতীয় বাজারে কত দ্রুত দামি গাড়ি গ্রহণ করছে কোম্পানি।  

তিনি আরও জানিয়েছেন যে গত আর্থিক বছরে, JLR ভারতে ৪,৪৩৮ গাড়ি বিক্রি করেছে। ফলে, ধীরে ধীরে কোম্পানিটির বিক্রি বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৮১ শতাংশে।

বিশদে জানতে যোগাযোগ করুন টাটা ডিলাদের সঙ্গে —

ব্যানার্জি টাটা:

শোরুমগুলি বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, বোলপুর, সুরি, রামপুরহাট এবং কানলায় অবস্থিত।

কল করুন - +91 7477792320

এটা শেয়ার করতে পারো

...

Loading...