ভাবছেন দোলের ছুটিতে ঘুরতে যাবেন, কিন্তু টিকিট পাচ্ছেন না? বাড়ানো হল স্পেশাল ট্রেনের পরিষেবা!

দোলযাত্রা কিংবা হোলি উৎসব আসতে মাত্র আর এক সপ্তাহ। রঙের খেলায় মেতে উঠবেন গোটা দেশ।

এছাড়াও এই সময় ছুটি কাটাতে কিছুদিনের জন্য ঘুরতেও যান প্রায় অনেকেই। ভাবছেন ঘুরতে যাবেন? কিন্তু ট্রেনের টিকিট পাচ্ছেন না? তাঁদের জন্য রইল বিশেষ খবর। যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে স্পেশাল ট্রেনের পরিষেবা আরও বাড়ায় রেল কর্তৃপক্ষ। এক জোড়া হোলি স্পেশাল ট্রেনের যাতায়াত বাড়ানো হয়েছে।

জানা গিয়েছে যে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে যাত্রীদের অতিরিক্ত ভীড় কমানোর জন্যই সাপ্তাহিক স্পেশাল ট্রেন নং. ০১৬৬৬/০১৬৬৫ অর্থাৎ (রানি কমলাপতি-আগরতলা-রানি কমলাপতি)-এর পরিষেবা ২৬টি ট্রিপের জন্য চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া আরও জানা গিয়েছে যে যাত্রীদের সুবিধার্থে উভয় দিকে এক ভ্রমণের জন্য আনন্দ বিহার-যোগবাণী-আনন্দ বিহারের মধ্যে আরও এক জোড়া বিশেষ ট্রেন চালানো হবে বলেও জানানো হয়েছে।

একদিকে, ট্রেন নং. ০১৬৬৫ (রানি কমলাপতি-আগরতলা) স্পেশাল প্রত্যেক বৃহস্পতিবার চলাচলের জন্য ২৭ জুন, ২০২৪ পর্যন্ত সম্প্রসারণ করা হয়েছে এবং ফেরত যাত্রার সময় ট্রেন নং. ০১৬৬৬ (আগরতলা-রানি কমলাপতি) স্পেশাল প্রত্যেক রবিবার চলাচলের জন্য ৩০ জুন, ২০২৪ পর্যন্ত বিস্তার করা হয়েছে।

image_2024_03_18T11_14_38_980Z

এছাড়া জানা গিয়েছে যে উভয় দিক থেকে আসা ট্রেনটি আম্বাসা, ধর্মনগর, নিউ হাফলং, গুয়াহাটি, রঙিয়া, কিষানগঞ্জ, বারাউনি জং., দানাপুর, মির্জাপুর, ইতরসি জং. হয়ে চলাচল করবে।

অন্যদিকে, হোলি স্পেশাল ট্রেন নং. ০৪০১০ (আনন্দ বিহার-যোগবাণী) ২৬ মার্চ, ২০২৪ (মঙ্গলবার) রাত ২৩.৪৫ মিনিটে আনন্দ বিহার থেকে রওনা দিয়ে যোগবাণী পৌঁছবে বৃহস্পতিবার ভোর ০৫.২০ মিনিটে এবং ফেরত যাত্রার সময় ট্রেন নং. ০৪০০৯ (যোগবাণী-আনন্দ বিহার) ২৮ মার্চ, ২০২৪ (বৃহস্পতিবার) সকাল ০৯.০০ মিনিটে যোগবাণী থেকে রওনা দিয়ে আনন্দ বিহার পৌঁছবে পরের দিন সন্ধ্যে ১৬.০৫ মিনিটে।  

এই ট্রেনটিতে যাত্রীদের জন্য থাকবে এসি-৩ টিয়ার, স্লিপার ক্লাস এবং সেকেন্ড সিটিং কোচ।

এই বিষয়ে উত্তর পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে জানিয়েছেন, যে এই ট্রেনগুলির স্টপেজ ও সময়সূচির সমস্তরকম তথ্য বিশদ বিবরণ রয়েছে আইআরসিটিসি-র ওয়েবসাইটে। সেখান থেকেই পাওয়া যাবে। এছাড়া বিভিন্ন সংবাদপত্রে ও উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও জানানো হয়েছে। যাত্রীদের অনুরোধ করে জানিয়েছেন যে যাত্রা শুরু করার পূর্বে বিশদ বিবরণগুলি দেখে নেওয়ার জন্য।

এছাড়াও জানা গিয়েছে যে ইতিমধ্যে উত্তর পূর্ব সীমান্ত রেল বেশ কয়েকটি স্পেশাল ট্রেনের ঘোষণা করা করেছে। সেই ট্রেনের ব্যবস্থার জেরেই বাংলা, বিহার, অসমের সমস্ত মানুষের যাতায়াতের বেশ সুবিধা হবে।

এটা শেয়ার করতে পারো

...

Loading...