আসছে পরিচালক সৌকর্য ঘোষালের ‘পক্ষীরাজের ডিম’

নীল রাত নামে পৃথিবীর বুকে। আকাশ জুড়ে ভরা থালার মতো রূপালী চাঁদ। চিকমিক করে তারা। নদী বয়ে যায় ছলছলিয়ে। শান্ত চারপাশ। মাটির পৃথিবী থেকে একটা ঘোড়া উড়ে যায় ডানা মেলে। উড়তেই থাকে। আর তার পাশ দিয়ে হুশ করে নেমে আসে একটা চাকতি। গ্রামের কুঁড়ে আর কাকতাড়ুয়ার কান ঘেঁষে এসে বসে। নদীর জল না মাটির বুকে খুব একটা বোঝা যায় না। রূপকথার পক্ষীরাজ কি ডিম পাড়ল তবে?

এমন মায়া ঝলকে সামনে এল ‘পক্ষীরাজের ডিম’। ডিজিটাল প্রোমোর নীল রং মনে করিয়ে দেয় ঠাকুমার ঝুলির পাতা। চোখের সামনে এক চক্করে ফিরে আসে ছোটবেলা। কচিকাঁচাদের তো বটেই বড়দেরও মন কেড়েছে পরিচালক সৌকর্য ঘোষালের আসন্ন ছবি ‘পক্ষীরাজের ডিম’র ঘোষণার প্রোমো।

 এই ছবিতেই ফের জুটি বাঁধছেন অনির্বাণ ভট্টাচার্য আর শ্যামল চক্রবর্তী। আগে ‘বল্লভপুরের রূপকথা’ ছবিতে পরিচালক আর অভিনেতার জুটিতে ছিলেন তাঁরা। এবার দুই মহারথীকেই দেখা যায় পর্দায়। এই অন্য রূপকথার গল্পে।  এই ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন, অনুমেঘা বন্দ্যোপাধ্যায় ও মহাব্রত বসু।

সৌকর্য ঘোষালের ‘রেনবো জেলি’তেও ছিলেন দুই খুদে অভিনেতা। ‘রেনবো জেলি’ মুক্তির পাঁচ বছর পর ফের ফিরতে চলেছে ঘোতন ও পপিন্স। ২০১৮ সালে মুক্তি পেয়েছিল 'রেনবো জেলি' ছবিটি। সেই ছবিরই দুই চরিত্র ঘোঁতন আর পপিনস ফিরছে বড়পর্দায়। আকাশগুঞ্জ হাই স্কুলের অঙ্কের শিক্ষক বটব্যালের ভূমিকায় দেখা যাবে অনির্বাণ ভট্টচার্য্যকে। তাঁরই বাড়িতে থাকেন শ্যামলের চরিত্রও। হঠাৎ একদিন ঘোঁতন পেয়ে যায় একটা পক্ষীরাজের ডিম। তারপর? সেই ডিমকে কীভাবে যে রক্ষা করবে সবরকম বাধা বিপত্তি থেকে, সেই নিয়েই এগিয়ে যাবে ছবির গল্প। খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে ‘পক্ষীরাজের ডিম’ ছবির শ্যুটিং।

জিও স্টুডিওর সঙ্গে যৌথভাবে এসভিএফ বড়পর্দায় আনতে চলেছে নতুন এই ছবি। প্রযোজনার দায়িত্বে জ্যোতি দেশপাণ্ড শ্রীকান্ত মোহতা ও মহেন্দ্র সোনি।

এটা শেয়ার করতে পারো

...

Loading...