এবার মঙ্গলে মানব বাস! নাসা সংস্থা তৈরি করছে অক্সিজেন

একের পর এক ইতিহাস গড়ছে গোটা বিশ্বে। মহাকাশের গবেষণা নিয়ে সমস্ত বিজ্ঞানীরা কাজে ব্যাস্ত। কিছুদিন আগেই ইসরো চন্দ্রযান-৩ অভিযানে সফল হয়ে সৌরযানের পথে চলে গিয়েছে। এবার নাসা দিল এক নতুন চমক। শোনা যাচ্ছে এবার মঙ্গলে বাস করতে পারবে মানুষ। হ্যাঁ সত্যি, নাসা সম্প্রতি একটি মেশিন তৈরি করেছে যা মঙ্গলে অক্সিজেন তৈরি করছে।

জানা গিয়েছে ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন (নাসা) একটা মেশিন বানিয়েছে যেটা তাদের লক্ষ্যের থেকে ২০০% বেশি অক্সিজেন তৈরি করছে। এই মেশিনটি একটি মাইক্রোওয়েভ ওভেনের আকারের মতন দেখতে। মার্স অক্সিজেন (ইন-সিটু রিসোর্স ইউটিলাইজেশন) এক্সপেরিমেন্ট (মক্সি)-র সঙ্গে এই কাজ করছে নাসা ৷ এই প্রমাণিত করা হচ্ছে যাতে ভবিষ্যতের মহাকাশচারী মিশনের সময় ব্যাবহার করা যায়। ২০২১ সালে নাসার পারসিভারেন্স মার্স রোভারের সঙ্গে মঙ্গল গ্রহে এটিকে পাঠানো হয়েছিল।

Mars-6_11zon

নাসা জানিয়েছে যে মোক্সি মোট ১২২ গ্রাম অক্সিজেন উৎপাদন করে প্রত্যাশা পূরণ করেছে। এটি নাসার মূল লক্ষ্যের চেয়ে দ্বিগুণ অক্সিজেন উৎপাদন করছে এবং সেই উৎপাদিত অক্সিজেনের বিশুদ্ধতা ৯৮% বা তার চেয়ে আরও বেশি ভালো। এই যন্ত্রটি মঙ্গলে কার্বন ডাই অক্সাইডের অণু ভেঙে অক্সিজেন তৈরি করে। তার সাথেই অক্সিজেনের বিশুদ্ধতা এবং পরিমাণ পরীক্ষা করার জন্য গ্যাসগুলি বিশ্লেষণও করা হয়। এই যন্ত্রটি বেশ উপযুক্ত জ্বালানি এবং শ্বাস-প্রশ্বাস উভয়ের জন্যই এবং এর জন্য এই মেশিনটি ইলেক্ট্রোকেমিক্যাল প্রক্রিয়া ব্যবহার করে।

নাসা এই বিষয়ে আরও জানিয়েছে যে মক্সির সাফল্য মঙ্গল গ্রহে ভবিষ্যতের মানুষ বাস মিশনের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে। ইন-স্টু রিসোর্স ইউটিলাইজেশন (আইএসআরইউ) এর এই পদক্ষেপের মাধ্যমে বিজ্ঞানীরা মঙ্গল গ্রহে গবেষণার ক্ষেত্র বৃদ্ধি করেছেন।

নাসার পরবর্তী পদক্ষেপ হল এটিকে আরও প্রসারিত করা, মক্সির মতো অক্সিজেন জেনারেটর তৈরি করা এবং অক্সিজেনকে তরলে পরিণত করে সংরক্ষণ করা।

এই মেশিনের প্রধান তদন্তকারী, MIT বিশ্ববিদ্যালয়ের মাইকেল হেচ্ট এই বিষয়ে বলেন, 'মক্সি স্পষ্টভাবে ইস্রু-এর জন্য কাজ করা বিজ্ঞানীদের জন্য একটি অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে।' তিনি আরও বলেন, 'জানা গেছে যে নাসা ভবিষ্যতে এটি নিয়ে কাজ করতে পারে।'

এটা শেয়ার করতে পারো

...

Loading...