‘দেবী চৌধুরাণী’র প্রথম পর্বের শুটিং শেষ, কেমন হল সেই শুটিং অভিজ্ঞতা?

২৭ জানুয়ারি থেকে শুরু হয়েছিল শুভ্রজিৎ মিত্রের পরিচালনায় ‘দেবী চৌধুরাণী’ ছবির শুটিং। এবার সেই ছবিরই প্রথম পর্বের শুট শেষ।

এক সংবাদমাধ্যমকে পরিচালক জানিয়েছেন যে ছবির শুটিং হয়েছিল উত্তর কলকাতার, জিমি লাহার বাড়িতে। এই সময় শুটিং -এ অংশ নেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়, দর্শনা বণিক, কিঞ্জল নন্দ এবং সব্যসাচী চক্রবর্তী। এরপর সেখান থেকে পরিচালক ২৮ জানুয়ারি টিম নিয়ে পৌঁছে যান পুরুলিয়া। সেখানের অযোধ্যা পাহাড় ও তার পাদদেশে শুটিং করা হয়েছে। এছাড়া শুট হয়েছে গভীর জঙ্গলেও। এই শুটিং-এর সময় শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের সাথে অংশ নেন অর্জুন চক্রবর্তী ও বিবৃতি চট্টোপাধ্যায়।

এক সংবাদমাধ্যমকে অভিনেত্রী বিবৃতি চট্টোপাধ্যায় প্রথম পর্বের শুটিং অভিজ্ঞতা জানিয়েছেন। তিনি জানিয়েছেন যে তিনি খুবই উচ্ছসিত এবং অসাধারণ লেগেছে কাজ করে। প্রথমবার কাজ করছেন পরিচালক শুভ্রজিৎ ও অভিনেত্রী শ্রাবন্তির সাথে। অভিনেত্রীর মতে তাঁরা খুবই ভালো। গল্প বললে নাকি তাঁর গায়ে কাঁটা দেয়।

media_20240210_122657_7593428951647575484

শুটিং সংক্রান্ত আরও জানা গিয়েছে যে শুধু পুরুলিয়া নয় বারুইপুর এলাকাতেও হয়েছে ছবির শুটিং।

জানা গিয়েছে যে এই ছবিতে অভিনেত্রী বিবৃতির চরিত্রের নাম ‘নিশি’। তিনি জানিয়েছেন যে এই চরিত্রের সাথে মানানসই হতে তাঁকে অনেকটা ওজন ঝরাতে হয়েছে। মাঝেমাঝে শ্রাবন্তী-অর্জুনের সাথে অস্ত্রশিক্ষার মহড়া নিতেন তিনি। তিনি জানিয়েছেন যে তিনি আনন্দ, উত্তেজনা আর প্রচন্ড ভয় নিয়ে শুটিং করতে গিয়েছিলেন। কিন্তু এখন আর সেই ভয় নেই। দুর্দান্ত অভিজ্ঞতা হয়ে তাঁর।

পরিচালক খুব কম সময় দুর্দান্ত শট নিতেন। আর তাই কম সময়ে শুটিং হয়ে গেছে।

‘দেবী চৌধুরাণী’ হিসেবে শ্রাবন্তী কেমন? এই প্রশ্নে বিবৃতি জানিয়েছেন যে তিনি ঠিক দুর্গা প্রতিমার মতো, যেন উপন্যাসের পাতা থেকে উঠে এসেছেন! খুব ভালো ব্যবহার তাঁর।সকলে মিলে হইহই করতে করতে দিন কেটে গিয়েছে।

অভিনেত্রীর মতে, অ্যাকশন দৃশ্য শুট করতে গিয়ে তাঁর নাকি মনে হত তিনি নিনজা কৌশলে অভিনয় করছেন। তিনি নিশ্চিত দর্শকেরা সেই দৃশ্য দেখলে তাঁদের গায়ে কাঁটা দেবেই।

বিবৃতি জানিয়েছেন যে শুটিংয়ের সময় কড়া ডায়েটে ছিলেন। সারাদিন শুটের সময় একবারই মিল নিতেন তিনি। সেই মিলে ছিল মাত্র চারটে সেদ্ধ ডিম। এছাড়া জলও কম খেতেন তিনি। যাতে পোশাক বদলাতে না হয়। এটা শীতকাল বলেই তাঁর কোনও সমস্যা হয়নি।

অভিনেত্রী জানিয়েছেন যে সোমনাথ কুন্ডু তাঁর চরিত্রর জন্য একেবারে উপযোগী করে তুলেছেন। মেকআপ করতে আর তুলতে টানা ১ ঘন্টা লাগতো তাঁর। সারা গায়ে উল্কি আঁকার পাশাপাশি ভিন্ন ধরনের রূপটানে তাঁকে দেখা যাবে ছবিতে।

জানা গিয়েছে যে কয়েক সপ্তাহ পর ফের শুরু হবে দ্বিতীয় পর্বের শুটিং। এর থেকে বেশি বলতে নারাজ ‘দেবী চৌধুরাণী’ টিম। তবে কান পাতলে শোনা গিয়েছে যে ফেব্রুয়ারী মাসের শেষ কিংবা মার্চ মাসের গোড়াতেই শুরু হবে ছবির শুটিং। বাকি অংশের শুটিং হবে বোলপুর ও কলকাতা শহর মিলিয়ে। এছাড়া পরবর্তী অংশের শুটিং এলাকায় দেখা যাবে অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে।

এটা শেয়ার করতে পারো

...

Loading...