ম্যাসি পরিবারে এল নতুন সদস্য! বাবা হলেন ‘টুয়েলভ্থ ফেল’ মনোজ

বলিপাড়ায় তিনি এখন অন্যতম। সদ্য রুপোলি পর্দার শীর্ষ ছুঁয়েছেন তিনি। ‘টুয়েলভ্‌থ ফেল’ ছবিতে অভিনয় করে বহু দর্শকদের মন ছুঁয়েছেন ‘আইপিএস মনোজ’, অর্থাৎ বলি অভিনেতা বিক্রান্ত ম্যাসি।

এবার ম্যাসি পরিবারে এল এক বিরাট সুখবর। বাড়িতে এল নতুন অতিথি। জানা গিয়েছে যে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন বিক্রান্তের স্ত্রী শীতল ঠাকুর।

গত বুধবার সোশ্যাল মিডিয়ায় এই সুখবরটি বিক্রান্ত এবং শীতল নিজেই সকলের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন।

WhatsApp Image 2024-02-08 at 175204_result

দুজনে মিলে একসঙ্গে একটি পোস্ট করেছিলেন। ৭.২.২০২৪ তারিখটি দিয়ে লিখেছেন, ‘‘আমরা আজ এক হয়েছি। আমাদের কোল আলো করে এসেছে আমাদের ছেলে। আনন্দ আর ভালবাসায় ভাসছি আমরা দু’জন।’’

বিক্রান্তের এই পোস্টটি ভাইরাল হতেই  তারকা থেকে শুরু করে অনুরাগীরা দম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন। কমেন্টবক্সে বন্যা বয়ে গিয়েছে সকলের শুভেচ্ছায়।

দীর্ঘ প্রেমের পর, ২০২২ সালের ১৪ ফেব্রুয়ারি বিয়ে করেছিলেন বিক্রান্ত ও শীতল। এরপর ১৮ জানুয়ারি হিমাচল প্রদেশে নিয়মমতে সামাজিক বিয়ে করেন জুটি।

সম্প্রতি ‘টুয়েলভ্‌থ ফেল’ অভিনীত বিক্রান্ত ম্যাসিকে এনে দিয়েছে কাঙ্ক্ষিত খ্যাতি এবং জনপ্রিয়তা। আইপিএস অফিসার মনোজ কুমার শর্মার জীবনকাহিনিকে নিখুঁত দক্ষতায় পর্দায় ফুটিয়ে তুলেছেন তিনি।

২০২৩ সালের অক্টোবরে ছবিটি বড়পর্দায় মুক্তি পেয়েছিল। কিন্তু বক্স অফিসে সেভাবে  ছবি ব্যবসা জমাতে পারেনি। তবে, পরে ওটিটি-তে ‘টুয়েলভ্‌থ ফেল’ মুক্তি পেতেই সেই ছবির অঙ্ক বদলে যায়। মন ছোঁয়ে বহু মানুষের। দীর্ঘ দিন ধরে লোকের মুখে মুখে ঘুরেছে ‘টুয়েলভ্‌থ ফেল’-এর কথা।

বালাজি মোশন পিকচার্স নিবেদিত এই ছবি ভিকি ফিল্মস প্রযোজিত ছবিটিতে বিক্রান্তের বিপরীতে দেখা গিয়েছিল অভিনেত্রী মেধা শঙ্করকে।

এটা শেয়ার করতে পারো

...

Loading...