ফিল্মফেয়ার পুরস্কারে মনোনীত হলেন ‘রকি ঔর রানি কি প্রেম কাহানি’র চন্দন চট্টোপাধ্যায়, খুশিতে কি বলছেন অভিনেতা টোটা?

প্রতিবছর বলিউডের সেরা ছবি, অভিনেতা, অভিনেত্রী-সহ বিভিন্ন বিভাগদের প্রচুর পুরস্কার দেয় ফিল্মফেয়ার।

ঠিক সেইভাবেই এই বছরেও হবে। তাঁর আগে চলতি বছরের ১৫ই জানুয়ারি, অর্থাৎ সোমবার রাতে সেই পুরস্কারের জন্য মনোনীত অভিনেতাদের নাম ঘোষিত হয়েছে। সেই তালিকায় এক টলিপাড়ার অভিনেতার নাম উঠে এসেছে। তালিকায় জ্বলজ্বল করছে করণ জোহরের ‘চন্দন চট্টোপাধ্যায়’-এর নাম। এবার তো বুঝতেই পারছেন কার কথা বলা হয়েছে? হ্যাঁ, তিনি অভিনেতা টোটা রায়চৌধুরী।

সেরা ছবির মনোনয়ন পেয়েছে ‘রকি ঔর রানি কি প্রেম কাহানি’। খবর প্রকাশ্যে আসতেই উত্তেজনা ছড়িয়ে পড়েছে টলিউডের অন্দরমহলে।

মঙ্গলবার সকালে টোটা নিজেই তাঁর সোশ্যাল মিডিয়ায় সেই খবর সকলের সাথে ভাগ করে নেন। এরপর শুভেচ্ছায় ভরে যায় ‘কমেন্ট বক্স’। অনুরাগীদের পাশাপাশি সোহিনী সেনগুপ্ত, জয়জিৎ বন্দ্যোপাধ্যায়-সহ তারকা ভালবাসায় ভরিয়ে দিয়েছেন তাঁকে।

420010930_902378271458917_5397729090612999135_n

ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আপনাদের ভালবাসার প্রতিফলন। শুধু আন্তরিক ধন্যবাদ দিয়ে কাজ সারব না। সঙ্গে অঙ্গীকার করছি যে, যতদিন ক্যামেরার সামনে দাঁড়াব ততদিন সেরাটাই দেওয়ার আপ্রাণ চেষ্টা করব।’

এরপর এক সংবাদমাধ্যমে টোটা জানিয়েছেন তাঁর মনের কথা। তিনি জানিয়েছেন যে এই মুহূর্তে তিনি আউটডোরে রয়েছেন এবং শুটিংয়ে ব্যস্ত।

পুরস্কারের বিষয়ে জানতে চাইতেই তিনি বলেন যে রাত থেকেই শুভেচ্ছাবার্তা পাচ্ছেন  তিনি। সকাল হতেই সেই সংখ্যা আরও বেড়ে গিয়েছে। তাঁকে টলিউডের একাধিক পরিচালক, অভিনেতা ফোন করেছেন। এছাড়া সামাজিক পাতায় শুভেচ্ছা জানিয়েছেন অনেকেই, থামছেই না! সেই তালিকায় রয়েছেন অনিল কাপুর, ইমরান হাসমি, ববি দেওল, ভিকি কৌশল।

তিনি বলেন, সেই সময় নতুন নতুন অভিনয় শুরু করেছেন। প্রায়ই ইয়ার্কি মেরে বলতেন “দেখবি একদিন না ফিল্মফেয়ারে যেদিন নমিনেশন পাব তখন বুঝবি আমার কদরটা কী...!” তাঁর মতে এটা প্রায় প্রত্যেক অভিনেতা-অভিনেত্রীর স্বপ্ন। তিনি কোনওদিনও স্বপ্নে কল্পনাও করতে পারেননি যে এটা সত্যি হবে। তাই ভীষণই আনন্দিত তিনি।

এবার যদি তিনি পুরস্কার পান তাহলে সেই আনন্দটা বেড়ে তিনগুণ হবে। টোটার দাবি যে নমিনেশনটাই তাঁর কাছে পুরস্কার-সম। ‘কৃষ্ণসুন্দরী’ (ফিল্মফেয়ার ট্রফি) বাড়িতে আসবে এত আশা এক্ষুণি করছেন না তিনি।

তবে, টোটার বলিউডে এটা প্রথম কাজ নয়। এর আগে বহু ছবি করেছেন তিনি। যেমন ‘কাহানি ২’, ‘হেলিকপ্টার ইলা’, ‘অহল্যা’, প্রমুখ।

কিন্তু করণ জোহারের চন্দন চট্টোপাধ্যায় কিভাবে মোহিত করল সকল দর্শকদের? এই প্রশ্নে অভিনেতা জানিয়েছেন যে এই বিষয়টা জুরিরা ভালো বলতে পারবেন।কিন্তু তাঁর মনে হয় ছবিটা সবার মন ছুঁয়ে গিয়েছে, বিশেষ করে চরিত্রটি। ‘চন্দন চট্টোপাধ্যায়’কে লিখেছিলেন ঈশিতা, সুমিত, শশাঙ্ক। ভাল সংলাপ, ভাল দৃশ্য দিয়ে বানিয়েছেন রানির বাবাকে। যার জোরেই অভিনয় করতে পেরেছেন টোটা এবং বাকিটা পরিচালকের মুন্সিয়ানা।

তবে, তিনি বিপরীতে থাকা সহ-অভিনেতাদেরও কৃতজ্ঞতা জানাতে ভোলেননি। তিনি বলেছেন যে এত ভাল ভাল অভিনেতা-অভিনেত্রী ছিলেন যে তাঁদের দারুণ অভিনয় তাঁকে আরও এগিয়ে দিয়েছে। কোনও একক প্রচেষ্টা নয়।

জানা গিয়েছিল যে এই ছবিতে টোটাকে নেওয়ার আগে প্রথমে শাশ্বত চট্টোপাধ্যায়কে নেওয়ার কথা ভেবেছিলেন পরিচালক। কিন্তু শাশ্বত নাচের দৃশ্যে মোটেই সাবলীল নন, তাই তিনি সরে আসেন। এরপরেই সেই সুযোগ আসে টোটার কাছে আর প্রত্যেক দর্শকদের মন কেড়ে নিয়েছেন চন্দন চট্টোপাধ্যায় হয়ে।

এটা শেয়ার করতে পারো

...

Loading...