রিলের সাথে বাস্তব জীবন মিলে গেল ‘মিঠিঝোরা’ ধারাবাহিকের নন্দিতার, স্বামীহারা হলেন পৌষমিতা

রিলের সাথে কি সত্যি বাস্তব মেলে? অন্য কোনও কারণে না মিললেও এইরকম ভাবে মিলে যাবে, তা কখনও ভাবেনি টেলিপাড়া। টেলি অভিনেত্রী পৌষমিতা গোস্বামী নিজেও কোনদিনও ভাবেনি তাঁর সাথে এরকম হবে। তাঁর জীবনে মিলে গেল রিল ও বাস্তব!

সম্প্রতি ‘মিঠিঝোরা’ ধারাবাহিকে নন্দিতা চরিত্রে অভিনয় করেছেন পৌষমিতা। কিছুদিন আগে সেই ধারাবাহিকেও স্বামীহারা হয়েছেন তিনি। দর্শকদের সামনে এখন সাদা থান পড়ে আসছেন তিনি। এবার বাস্তবেও ঘটল এমন ঘটনা। জীবনে নেমে এসে কালো অন্ধকার। অকালে হারালেন তাঁর বাস্তবের স্বামীকে। 

গত বৃহস্পতিবার দুঃসংবাদটি আসে টেলিপাড়ায়। শোনা গিয়েছে যে বুধবার হঠাৎ করে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন পৌষমিতার স্বামী, অর্ণব রায়। এরপর শোকের ছায়া নেমে আসে স্টুডিওপাড়ায়।

POUSHMITA_1705140587017_1705140595207_11zon

অর্ণবের ছবি পোস্ট করে শোকজ্ঞাপন করেন বহু অভিনেতা। ইন্ডাস্ট্রির অতি পরিচিত মুখ তিনি। তবে ক্যামেরার সামনে নয় পিছনে থাকেন তিনি। একাধিক জনপ্রিয় ধারবাহিকের সঙ্গে যুক্ত ছিলেন তিনি।  অ্যাক্রোপলিস এন্টারটেনমেন্টের কার্যনির্বাহী প্রযোজক হিসেবে কাজ করতেন অর্ণব। তিনি যুক্ত ছিলেন 'বকুল কথা', 'কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ, তুঁতে'-র মতো প্রোজেক্টের সঙ্গে।

স্বামীকে হারিয়ে ভেঙে পড়েছেন স্ত্রী পৌষমিতা গোস্বামী। বেশিদিন বিয়েও হয়েনি তাঁদের। ২০২১ সালে আইনিমতে বিয়ে সেরেছিলেন। এরপর ২০২৩ সালে ফেব্রুয়ারি মাসে সামাজিক বিয়ে করেন তাঁরা। শোনা যায়, সাঁঝের বাতি' ধারাবাহিক থেকেই আলাপ হয় দু'জনের। এরপর বন্ধুত্ব হয়, তারপর প্রেম। এরপরেই প্রেমের আরও এক ধাপ এগিয়ে বিয়ের সম্পর্কে জড়ান দুজনে। কিন্তু ভাগ্য তাঁদের অন্যদিকে নিয়ে গেল!

'বাঘ বন্দি খেলা', 'ওগো নিরুপমা', শ্রীময়ী, রিমলি'-র মতো একাধিক ধারাবাহিকে অভিনয় করেছেন অভিনেত্রী পৌষমিতা। বর্তমানে মিঠিঝোরা' ধারাবাহিকে দেবাদৃতা বসু ও আরাত্রিকা মাইতির মায়ের চরিত্রে অভিনয় করছেন তিনি।

এটা শেয়ার করতে পারো

...

Loading...