আগামী তিন বছরের মধ্যেই গোটা বিশ্বে ১৬টি EVs লঞ্চ করবে নিসান, ‘রপ্তানির কেন্দ্র’ হিসবে গড়ে তুলবে ভারতকে, জানুন বিশদে

২০২৬ অর্থবছরের মধ্যেই জাপানি অটো মেজর (নিসান মোটর) কো লিমিটেড কোম্পানি ভারতে তিনটে নতুন মডেল লঞ্চ করার পরিকল্পনা করেছে। জানা গিয়েছে যে এই পরিকল্পনা মূল্য বৃদ্ধি এবং প্রতিযোগিতা সক্ষমতা জোরদার করার জন্যই ভাবা হয়েছে। এছাড়া বিশ্বব্যাপী ব্যবসায়িক কৌশলের অংশ হিসাবে ভারতকে রপ্তানির প্রধান কেন্দ্র হিসাবে পরিণিত করা হবে। 

এছাড়া জানা গিয়েছে যে এই নতুন পরিকল্পনার অধীনে ২০২৪ সাল থেকে ২০২৬ সাল অর্থবছরের মধ্যে মধ্য-মেয়াদী প্রয়োজনীয়তাগুলিতে ভাগ করা হবে এবং ২০৩০ সালের মধ্যে মধ্য-দীর্ঘ-মেয়াদী পদক্ষেপে ভাগ করা হবে। ফলে, নিসান ২০২৩ সালে দশ লাখ ইউনিট বিক্রির দিকে লক্ষ্য রাখছে।

এছাড়াও আগামী তিন বছরের মধ্যে নিসান ৩০টি নতুন মডেল চালু করার পরিকল্পনা করছে, যার মধ্যে ১৬টি মডেল বিদ্যুতায়ন করা হবে এবং বাকি ১৪টি আইসিই (ইন্টারন্যাশনাল কম্বশন ইঞ্জিন) মডেল তৈরি করা হবে। নিসান কোম্পানির কর্তৃপক্ষদের মতে বিদ্যুতায়নের গতি পরিবর্তন করা হবে যাতে বাজারের বিভিন্ন গ্রাহকদের চাহিদা মেটাতে পারা যায়।

image_2024_04_03T07_53_16_328Z

এছাড়া নিসান কর্তৃপক্ষ জানিয়েছে যে ২০২৪ সাল থেকে ২০৩০ সালের মধ্যে তাঁরা মোট ৩৪টি বৈদ্যুতায়িত মডেল চালু করার পরিকল্পনা করেছে যাতে সমস্ত সেক্টরকেই কভার করা যায়। অন্যদিকে, বিশ্যব্যাপী ২০২৬ সালের মধ্যে বিদ্যুতায়িত মডেল মিক্স ৪০ শতাংশ হবে, যা বেড়ে ৬০ শতাংশে গিয়ে দাঁড়াতে পারে বলেই আশা করা হচ্ছে।

নিসান ভারতে জানিয়েছেন যে কোম্পানি তিনটি নতুন মডেল চালু করবে এবং ১,০০,০০০ ইউনিটের স্তরে রপ্তানির কেন্দ্র হয়ে উঠবে।

গত সোমবার এই কোম্পানি ‘দ্য আর্ক' চালু করেছে, যা মূল্য চালনা এবং প্রতিযোগিতা জোরদার করার জন্য এ হল এক নতুন ব্যবসায়িক পরিকল্পনা।

এই বিষয়ে নিসানের প্রেসিডেন্ট এবং প্রধান কর্মকর্তা, মাকোতো উচিদা জানিয়েছেন যে ‘দ্য আর্ক’ প্ল্যানটি হল তাঁদের ভবিষ্যতের পথ নির্দেশক। এটি তাঁদের ক্রমশে বাজারের পরিস্থিতি এগিয়ে নিয়ে যাওয়ার  ক্ষমতাকে বোঝায়। তিনি আরও জানিয়েছেন যে এই পরিকল্পনাটি তাঁদের ড্রাইভিং-এর মূল্য এবং প্রতিযোগিতার ক্ষেত্রে আরও দ্রুত সক্ষম করার জন্য এগিয়ে যাচ্ছে। অনেক চড়াই-উতরাই পরিস্থিতির সম্মুখীন হয়েই নিসান সিদ্ধান্ত গ্রহণ করছে। এছাড়া টেকসই বাড়িয়ে এবং লাভ নিশ্চিত করার জন্য নতুন পরিকল্পনা করে চালু করা হয়েছে।

Autorelli Nissan Kolkata

নিসানের প্রেসিডেন্ট আরও জানিয়েছেন যে প্রতিযোগিতায় থাকার জন্যই বহু কৌশলে তাঁদের অংশ নিতে হয়। ফলে, পণ্য ও প্রযুক্তির জন্য একটি বিশ্বব্যাপী পোর্টফোলিও অফার করবে। এছাড়াও নিসান ইউরোপ, ‘LATAM’, ‘ASEAN’ এবং ভারতে ‘Renault’ এবং ‘Mitsubishi Motors’-এর সাথে একটি জোটের সুবিধা পেতে পারবে।

এই কোম্পানিটিতে সম্পূর্ণ মালিকানাধীন বাহু রয়েছে। ফলে, নিসান মোটর ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড (এনএমআইপিএল), যা ২০১০ সালে অন্তর্ভূক্ত হয়েছিল এবং দুই দেশেই রপ্তানি বাজার পরিবেশন করে। জানা গিয়েছে যে এর উত্পাদন কার্যক্রম চেন্নাইয়ের জোট প্ল্যান্টের মাধ্যমে হয। যা রেনল্ট নিসান অটোমোটিভ ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড (RNAIPL) দ্বারা পরিচালনা করা হয়। জানা গিয়েছে যে এই প্ল্যান্টের বার্ষিক উৎপাদন ক্ষমতা ৪.৮ লাখ ইউনিট।

Banerjee Nissan, Durgapur

আপনারা যদি নিসানের এই উন্নয়নের সম্পর্কে আরও জানতে চান এবং আরও তথ্য পেতে চান, তাহলে আর দেরি না করে এখনই নিসান ডিলারদের জন্য বিস্তারিত যোগাযোগ করুন। যোগাযোগ তথ্য রইল নিচে।

  • অটোর‍্যালি নিসান কলকাতা: শোরুমগুলি রয়েছে কলকাতা, কল্যাণী, সোদপুর এবং হাওড়ায়। যোগাযোগ করতে, এই নম্বরে কল করুন- +91 81020 20000
  • ব্যানার্জি নিসান: শোরুম রয়েছে দুর্গাপুরে। যোগাযোগ করতে, এই নম্বরে কল করুন- +91 81700 00401

এটা শেয়ার করতে পারো

...

Loading...