ল্যাপারোস্কোপিক সার্জারি সম্পর্কে জানালেন অ্যাডভান্স ল্যাপারোস্কোপিক সার্জন ডাঃ জে কে শাহ

ল্যাপারোস্কোপিক অস্ত্রপ্রচার এখন বেশ চেনা বিষয় হয়ে উঠেছে রোগী এবং চিকিৎসাক্ষেত্র দুই ক্ষেত্রেই। আগে ওপেন সার্জারির সময় অনেক বড় অপারেশন করতে হয়। কিন্তু ল্যাপারোস্কোপির ক্ষেত্রে সামান্য ছোট ফুটো করেও অপারেশন করা যেতে পারে। তাই ল্যাপারোস্কোপিক সার্জারির সুবিধা অনেক বেশি। কোনও রোগীকে এই সার্জারি করা হলে সে খুব তাড়াতাড়ি সুস্থ হয় বাড়ি ফিরতে পারে। এই সার্জারির সময় বেশি রক্তক্ষরণ হওয়ার সম্ভবনাও কম থাকে। এছাড়াও অন্যান্য সার্জারির থেকে ল্যাপারোস্কোপির খরচ অনেকটাই কম। কলকাতার আনন্দলোক হাসপাতালেও এই চিকিৎসা পদ্ধতির ব্যবস্থা রয়েছে। এই হাসপাতালের অ্যাডভান্স ল্যাপারোস্কোপিক সার্জন ডাঃ জে কে শাহ সার্জারির সুবিধা ও অসুবিধাগুলো সম্পর্কে জানিয়েছেন।

তিনি বলেছেন, ল্যাপারোস্কোপি সার্জারি ও অন্যান্য সার্জারির মধ্যে একটা পার্থক্য আছে। ল্যাপারোস্কোপি একটি ছোট ফুটো করে সার্জারি করা হয়। কিন্তু ওপেন সার্জারির সময় বুক বা পেটের অনেকটা অংশ চিরে সার্জারি করা হয়। ল্যাপারোস্কোপি সার্জারি করলে পেসেন্ট তাড়াতাড়ি বাড়ি ফিরতে পারেন, ব্লিডিং কম হয়। এছাড়াও তাড়াতাড়ি কাজ যোগদান করতে পারেন। সার্জারির খরচও খুব কম।

এটা শেয়ার করতে পারো

...

Loading...