গতবছর রেকর্ড ভেঙে সকলের মন জয় করেছেন কোহলি, এইবছরেও রয়েছে সেই সুযোগ! জেনে নিন বিশদে

গত বছর বিশ্বকাপ না জিতলেও, ইতিহাস গড়ে সকলের মন জয় করেছেন তিনি। এবার বছর পড়তে ফের শুরু করে দিয়েছে ভারতের ক্রিকেটার বিরাট কোহলি।

নতুন বছরে ব্যাট হাতে শুরু করলেন তিনি। বেশ ভালোই করে এগিয়ে যাচ্ছেন তিনি। দেখা যাচ্ছে যে এই বছর অর্থাৎ ২০২৪ সালে কোহলির সামনে রয়েছে ফের রেকর্ড গড়ার এক বিরাট সুযোগ। তাঁর হাতে এবার সুযোগ রয়েছে ১০টি বড় রেকর্ড করার।

তাহলে, দেখে নেওয়া যাক কোন কোন মাইলস্টোন রয়েছে বিরাটের হাতে।

প্রথমেই দেখা যাচ্ছে যে ওয়ানডে ম্যাচে দ্রুততম ১৪ হাজার রান করতে বিরাট কোহলির মাত্র ১৫২ রান দরকার। এই রেকর্ড ইতিমধ্যে মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকরের নামে রয়েছে। তিনি ৩৫০ ওডিআই ম্যাচে এই স্থান্টি অর্জন করেছেন।  

116704-big_11zon

এরপর আসে যে এই বছর ১০ হাজার টেস্ট রান পূরণ করতে পারেন বিরাট কোহলি। দেখা যাচ্ছে এখন  ৯ হাজার টেস্ট রানে রয়েছেন কোহলি। আর ১ হাজার করলেই রেকর্ড। লড়াইটা কঠিন হলেও, তিনি যদি ফর্মে থাকেন তাহলে ১০ হাজারের রেকর্ড গড়তে তাঁকে কেউ আটকাতে পারবে না।

অন্যদিকে, টি-টোয়েন্টি ক্রিকেটে বিরাট কোহলি ১২০০০ রান করা প্রথম ভারতীয় হতে মাত্র ৩৫ রান দূরে রয়েছেন। ক্রিস গেইল, শোয়েব মালিক এবং কায়রন পোলার্ডের পর সর্বোচ্চ রান করার তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন কিং কোহলি। 

আসন্ন পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ভারতের সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার সুযোগ রয়েছে কোহলির। তবে, বর্তমানে সচিন তেন্ডুলকরের ২৫৩৫ রান পেরিয়ে যেতে তাঁর প্রয়োজন ৫৪৪ রান।   

এছাড়া, ইংল্যান্ডের বিরুদ্ধে সব ফরম্যাটে ভারতের সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার সুযোগও রয়েছে বিরাটের কাছে। এই রেকর্ড ছুঁতে তাঁর প্রয়োজন আর মাত্র ২১ রান।

অন্যদিকে, ইংল্যান্ডের বিরুদ্ধে আরও একটি মাইলস্টোন তৈরি করতে পারেন ভারতের কিং কোহলি। থ্রি লায়ন্সের বিরুদ্ধে ৪০০০ আন্তর্জাতিক রান সংগ্রহকারী প্রথম ভারতীয় ব্যাটসম্যান হওয়ার থেকেও কোহলি মাত্র ৩০ রান দূরে।

এখানেই শেষ নয়, ঘরের মাঠে সর্বাধিক আন্তর্জাতিক সেঞ্চুরি করা ব্যাটসম্যান হতে বিরাট কোহলির প্রয়োজন ৫টি সেঞ্চুরি। এখনও পর্যন্ত সচিন তেন্ডুলকরই ৪২ সেঞ্চুরি সহ রেকর্ডটি ধরে রেখেছেন। তবে, বিরাট পারলে সেই রেকর্ড ভেঙে নয়া রেকর্ড তৈরি হবে।

কোহলির ওয়েস্ট ইন্ডিজে ভারতের সর্বোচ্চ রান সংগ্রহকারী হওয়ার জন্য ৩২২ রান প্রয়োজন । এই স্থানটি এখনও পর্যন্ত ১৯১৯রান করে ধরে রেখেছেন রাহুল দ্রাবিড় ।  

এছাড়া, নিউজিল্যান্ডের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেটে ভারতীয় ব্যাটারের সর্বোচ্চ শতরানের রেকর্ড গড়তে বিরাট কোহলির ১টি সেঞ্চুরি দরকার। বর্তমানে, কোহলি এবং সচিন তেন্ডুলকর একই জায়গায় রয়েছে। এখন নয়টি সেঞ্চুরিতে আটকে বিরাট।

সর্বশেষে, বাংলাদেশের বিপক্ষে টেস্টে ভারতের সর্বোচ্চ রান সংগ্রাহক হতে ৩৮৩ রান দূরে রয়েছেন বিরাট কোহলি। ৮২০ রান করে শীর্ষস্থান ধরে রেখেছেন মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর।

এবার সবটাই আমাদের কিং কোহলি, বিরাটের ওপর ও সময়ের ওপর নির্ভর করছে। সবার মনে হয় যে এটা বিরাট, তাই তাঁর ‘ডিকশনারি’-তে অসম্ভব বলে কোনও শব্দ নেই। তাই এই রেকর্ডগুলো কঠিন হলেও তিনি পারবেন, এটাই সবার আশ্বাস।   

এটা শেয়ার করতে পারো

...

Loading...