গানের পাশাপাশি কবিতাও লিখতেন ‘ক্যাকটাস’র সিধু, এবার প্রথমবার প্রকাশ করলেন তাঁর কবিতার বই

একদিকে যেমন তিনি একজন ডাক্তার। ঠিক অন্যদিকে, তিনি একজন নামি সংগীতশিল্পী। তাঁর কন্ঠে সমস্ত গান আজও অমর সকলের মধ্যে। তিনি ক্যাকটাসের গায়ক সিধু ওরফে সিদ্ধার্থ শঙ্কর রায়। তিনি যে গানের সাথে কবিতাও লেখেন, সেই বিষয়টা কেউ খোঁজ রাখেন না।

এবার তিনি সকলের সাথে ভাগ করে নিলেন তাঁর লেখা। সিধুর লেখা প্রথম কবিতার বই ‘মধ্যরাতের ব্লুজ’-এর আত্মপ্রকাশ হয়ে গেল। নিজের জন্মদিনে ‘চাউ চাউ’-তে প্রকাশিত করলেন বইটি।

এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বহু তারকা। পটা, অনিন্দ্য চট্টোপাধ্যায়, উপল সেনগুপ্ত, সৌমিত্র রায়, প্রবুদ্ধ বন্দ্যোপাধ্যায়, অনুপম রায়, গাবু, প্রস্মিতা পাল, উজ্জ্বয়িনী মুখোপাধ্যায় প্রমুখ। এছাড়া এদিন উপস্থিত ছিলেন ‘ক্যাকটাস’ ব্যান্ডের গোটা টিম।

1703861183_sidhujpg

সিধুর বই প্রকাশ হওয়ার পরেই, গানে গানে মেতে ওঠে অনুষ্ঠান। ‘বার্থ ডে বয়’ সিধু গান শুরু করেন। ‘বাড়লে বয়স’, ‘হলুদ পাখি’, সাথে ‘আমার ভিনদেশী তারা’ গানে গলা মেলান অনিন্দ্য, উপল। ছিল প্রস্মিতা ও চন্দ্রিমাও। অন্যদিকে গাবুর কন্ঠে ‘পালিয়ে বেড়াই’ । গিটারে সুর তোলেন প্রবুদ্ধ। এছাড়া এদিন অনুষ্টানে উপস্থিত ছিলেন আনন্দ চট্টোপাধ্যায়। সিধুকে শুভেচ্ছার পাশাপাশি গানও গাইলেন তিনি। অনুষ্ঠান শেষে কেক কেটে জন্মদিন উদযাপন করেন সিধু।

জানা গিয়েছে যে অভিযান পাবলিশার্স প্রকাশ করেছে এই বইটা এবং এবারের বই মেলায় পাওয়া যাবে এই বইটি। বইয়ের প্রচ্ছদ অলঙ্করণ করেছেন অতনু বিশ্বাস।

এই সংবাদমাধ্যমকে সিধু জানিয়েছেন যে কবিতার বইটিতে মোট ২১টা কবিতা রয়েছে। তার মধ্যে অনেক কবিতার বয়স দশ বছর, আবার কিছু কবিতার বয়স তারও বেশি। অন্যদিকে, কিছু কবিতা গান হয়েছে আবার কিছু কবিতা কবিতা রুপেই  থেকে গিয়েছে। প্রেম থেকে শুরু করে প্রকৃতি, সামাজিক, নানা প্রেক্ষাপট নানা বিষয়ে লেখা রয়েছে বইতে।  

তিনি আরও জানান যে এই বইয়ের মুখবন্ধ লিখেছেন অনিন্দ্য। তাঁর দীর্ঘদিনের বন্ধু ‘চন্দ্রবিন্দু’র অনিন্দ্য। সিধুর মাথায় যখন বই প্রকাশের ভাবনা এল, তখন মুখবন্ধ লেখার ভাবনাটা যায় অনিন্দ্যর কাছে। তাঁর মতে বন্ধুর জন্য এই কাজটা করতে পেরেছেন। এই বিষয়ে তিনি খুব খুশি ও আনন্দিত।

অনুষ্ঠানে সৌমিত্র রায় সকলের কাছে অনুরোধ একটি অনুরোধ করেন যেনিজের নিজের ব্যান্ডের বাইরে গিয়ে তাঁরা সকলে মিলে যদি একটা কাজ করতেন যেখানে কারও কণ্ঠ, কারও লিরিক, কারও সুর ও কারও ভাবনা মিলেমিশে একাকার হয়ে যাবে। এই অনুরোধ শুনে এদিন সিধু-সহ অনেকেই সৌমিত্রর এই ভাবনাকে স্বাগত জানিয়েছেন।

এটা শেয়ার করতে পারো

...

Loading...